কলকাতা 21 মার্চ : চলতি মাসের শুরুতে বিমান বিভ্রাটের মুখে পড়তে হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Bengal CM Mamata Banerjee) ৷ পরে মুখ্যমন্ত্রী দাবি করেন, উত্তরপ্রদেশ থেকে ফেরার পথে তাঁর বিমান মাঝ আকাশে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছিল ৷ সেই ঘটনায় কেন্দ্রের হলফনামা জমা দিতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta HC Asks Centre to Submit Affidavit on Mamata Banerjee Flight Turbulence Case) ৷
ওই ঘটনায় তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টে একটি মামলা হয় ৷ সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয় ৷ সেই শুনানিতেই আদালত এই ঘটনায় কেন্দ্র ও রাজ্যের হলফনামা চেয়েছে ৷ আদালত জানিয়েছে, আগামী 25 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হবে ৷ সেদিন রাজ্য সরকারও এই নিয়ে নিজেদের বক্তব্য জানাবে ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, গত ফেব্রুয়ারি-মার্চে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন (Uttar Pradesh Assembly Elections 2022) হয়েছে ৷ ওই নির্বাচনে তৃণমূল লড়াই করেনি ৷ কিন্তু বিজেপি বিরোধী লড়াইয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন ছিল সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের (Samajwadi Party Leader Akhilesh Yadav) দিকে ৷ সেই কারণে দু’দফায় উত্তরপ্রদেশে প্রচারে গিয়েছিলেন মমতা ৷ দ্বিতীয় দফায় মার্চের শুরুতে গিয়েছিলেন ৷ ওই প্রচারপর্ব সেরে ফেরার পথেই বিমান বিভ্রাট ঘটেছিল (Mamata Banerjee's Flight Turbulence) ৷