কলকাতা, 28 জানুয়ারি : বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সবুজকলি সেন ও রেজিস্ট্রার সৌগত চট্টোপাধ্যায়ের যাবতীয় আর্থিক বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী দায়িত্ব নেওয়ার পর সবুজকলি সেন ও সৌগত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এই দু’জন। সেই মামলাতেই বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন আজ। পাশাপাশি দুই পক্ষকে তাঁদের বক্তব্য হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি৷ চার সপ্তাহের মধ্যে এই হলফনামা জমা দিতে হবে। চার সপ্তাহ পরে ফের শুনানি।
2018 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদটি সাময়িকভাবে খালি থাকায় তৎকালীন ডিরেক্টর সবুজকলি সেনকে উপাচার্য পদে বসানো হয়। 3 ফেব্রুয়ারি সবুজকলি সেন ওই পদে বহাল হলেও যেহেতু সেই মাসের 24 তারিখে তাঁর মেয়াদ শেষ হওয়ার দিন ছিল, তাই 17 ফেব্রুয়ারি পরিচালন কমিটির বৈঠক হয়। যদিও সেখানে ভোটাভুটি হয়নি। এরপর সবুজকলি সেন দিল্লিতে যান। সেখানে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক থেকে তাঁকেই সাময়িকভাবে দায়িত্ব দেওয়া হয়। পরে কেন্দ্রীয় আইনমন্ত্রক জানিয়ে দেয় সবুজকলি সেনই ওই পদে বসবেন।