কলকাতা, 27 সেপ্টেম্বর:রাজ্য ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে (State forensic science laboratory) কর্মী নিয়োগ সংক্রান্ত বিষয়ে রাজ্যের স্বরাষ্ট্রসচিবের ভূমিকায় অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এ দিন বিচারপতি জয়মাল্য বাগচী স্বরাষ্ট্রসচিবের কাছে জানতে চান কেন ফরেনসিক বিভাগে 17 জনের নিয়োগ এখনও হয়নি (HC Reprimands Home Secretary)। পুজোর আগেই তাঁদের নিয়োগ করতে হবে । কোনও ভাবেই দেরি করা যাবে না । 10টি পদে পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে ।
স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা এ দিন আদালতে এসে দাবি করেন, পিএসসি-কে স্টেট ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে 10টি পদে নিয়োগের জন্য কয়েকমাস আগেই জানানো হয়েছিল । যদিও বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি অজয় মুখোপাধ্যায় এ দিন বলেন, অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু না হলে আদালত অবমাননা রুল জারি করা হবে । আজই পিএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে বিষয়টি আদালতকে জানাতে বলা হয় ৷ হাইকোর্টের নির্দেশ, 30 সেপ্টেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে ।