পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

HC on Purba Medinipur Fishery Case : চাষের জমি দখল করে মাছের ভেড়ি তৈরিতে স্থগিতাদেশ হাইকোর্টের - পূর্ব মেদিনীপুরে চাষের জমি দখল করে মাছের ভেড়ি তৈরিতে স্থগিতাদেশ হাইকোর্টের

পূর্ব মেদিনীপুরের ময়নাতে জোর করে চাষের জমি দখল করে মাছের ভেড়ি বানানোর অভিযোগ ওঠে ৷ মণ্টু জানা ও বানেশ্বর জানা মামলা করেন হাইকোর্টে (Calcutta High Court)৷ সমস্ত কাজের উপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট (Cal High Court orders on Purba Medinipur fishery Issue)৷

Cal High Court orders on Purba Medinipur fishery Issue
Calcutta High Court

By

Published : Jun 2, 2022, 4:20 PM IST

কলকাতা, 2 জুন : তৃণমূল পঞ্চায়েত প্রধানের মদতে পূর্ব মেদিনীপুরের ময়নাতে জোর করে চাষের জমি দখল করে মাছের ভেড়ি বানানোর অভিযোগ ওঠে । সেই নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)৷ আগামী 6 জুন পর্যন্ত সমস্ত কাজের উপর স্থগিতাদেশ দিল হাইকোর্ট (Cal High Court orders on Purba Medinipur fishery Issue)। বিচারপতি বিবেক চৌধুরী এদিন নির্দেশ দিয়েছেন, আপাতত ওই জায়গায় সমস্ত কাজ বন্ধ থাকবে । পাশাপাশি পঞ্চায়েতকে আগামী 6 জুন জমির দাগ নম্বর খতিয়ান-সহ সমস্ত নথিপত্র আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি ।

মামলার শুনানিতে মামলাকারী মণ্টু জানা ও বানেশ্বর জানার তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্রাচার্য ও প্রিয়াঙ্কা টিবরেওয়াল জানান, "কৃষকদের জমি জোর করে নিয়ে মাছের ভেড়ি বানানো হচ্ছে । প্রশাসনকে জানিয়ে কোনও ফল হয়নি ।" যদিও পঞ্চায়েতের তরফে জানানো হয়, ওই এলাকার জমি সম্পূর্ণ জলা জমি । দু'একজন কৃষক বাদে সবাই মাছের ভেড়ি বানাতে ইচ্ছুক ।

পূর্ব মেদিনীপুরে চাষের জমি দখল করে মাছের ভেড়ি তৈরিতে স্থগিতাদেশ দিল হাইকোর্ট

আরও পড়ুন :New Judges Appoint to Calcutta HC : কলকাতা হাইকোর্টে নতুন 2 জন বিচারপতি নিয়োগে সম্মতি আইন মন্ত্রকের

বিচারপতি বিবেক চৌধুরী জমির নথিপত্র দেখতে চান । কিন্তু পঞ্চায়েত আজ নথি না দেখাতে পারায় আগামী 6 তারিখ ফের মামলাটি রাখা হয়েছে । আদালত সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার ময়নার নৈছনপুর অঞ্চলের চিরঞ্জীবপুর গ্রামের প্রায় তিনশো বিঘা ধানের জমি আর পানের বরজ রয়েছে ৷ সেখানে জোর পূর্বকভাবে ও বেআইনিভাবে মাছের ভেড়ি বানাতে চাইছেন স্থানীয় দুষ্কৃতীরা । অভিযোগ তিনশো বিঘা জমির মধ্যে 120-30 বিঘা নিয়ে মাছের ভেড়ি বানাতে চাইছে । অনিচ্ছুক কৃষক প্রায় 80-100 জন । প্রায় 24 দিন ধরে এর বিরুদ্ধে অবস্থান চলছে এলাকায় । প্রশাসনকে জানিয়ে কিছু হয়নি । তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের মদত রয়েছে এই ভেড়ি বানানোর প্রক্রিয়ায় বলে অভিযোগ ।

ABOUT THE AUTHOR

...view details