কলকাতা, 2 জুন : তৃণমূল পঞ্চায়েত প্রধানের মদতে পূর্ব মেদিনীপুরের ময়নাতে জোর করে চাষের জমি দখল করে মাছের ভেড়ি বানানোর অভিযোগ ওঠে । সেই নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)৷ আগামী 6 জুন পর্যন্ত সমস্ত কাজের উপর স্থগিতাদেশ দিল হাইকোর্ট (Cal High Court orders on Purba Medinipur fishery Issue)। বিচারপতি বিবেক চৌধুরী এদিন নির্দেশ দিয়েছেন, আপাতত ওই জায়গায় সমস্ত কাজ বন্ধ থাকবে । পাশাপাশি পঞ্চায়েতকে আগামী 6 জুন জমির দাগ নম্বর খতিয়ান-সহ সমস্ত নথিপত্র আদালতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি ।
মামলার শুনানিতে মামলাকারী মণ্টু জানা ও বানেশ্বর জানার তরফে আইনজীবী বিকাশরঞ্জন ভট্রাচার্য ও প্রিয়াঙ্কা টিবরেওয়াল জানান, "কৃষকদের জমি জোর করে নিয়ে মাছের ভেড়ি বানানো হচ্ছে । প্রশাসনকে জানিয়ে কোনও ফল হয়নি ।" যদিও পঞ্চায়েতের তরফে জানানো হয়, ওই এলাকার জমি সম্পূর্ণ জলা জমি । দু'একজন কৃষক বাদে সবাই মাছের ভেড়ি বানাতে ইচ্ছুক ।