কলকাতা, 13 সেপ্টেম্বর: মঙ্গলবার নবান্ন অভিযানে (BJP Nabanna Abhijan) তাদের মিছিলে হামলা চালিয়েছে পুলিশ ৷ আক্রমণ করা হয়েছে দলীয় কার্যালয়ে ৷ এই অভিযোগ তুলে এদিন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি ৷ তাদের অভিযোগের প্রেক্ষিতে রাজ্যের স্বরাষ্ট্রসচিবের কাছে রিপোর্ট তলব করল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ ৷ সোমবার, 19 সেপ্টেম্বরের মধ্যে এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে (Calcutta High Court seeks report from Home Secretary of WB Govt) ৷
এদিন মামলার শুনানিতে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আদালতে জানান, যাঁদের আটক করা হয়েছিল ইতিমধ্যেই তাঁদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে । তবে ভাঙচুরের জন্য প্রশাসন আইনত ব্যবস্থা নেবে । তাতে সন্মতি দেন প্রধান বিচারপতি । একই সঙ্গে প্রধান বিচারপতির নির্দেশ, অযথা যাতে কাউকে আটকে রাখা না হয়, সেদিকে নজর দিতে হবে ৷