কলকাতা, 14 ডিসেম্বর : গ্রুপ-ডি কর্মী নিয়োগ মামলায় হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই তদন্ত চলছে । এবার গ্রুপ-সি মামলায় স্কুল সার্ভিস কমিশনের অস্বস্তি আরও বাড়ল কলকাতা হাইকোর্টের নির্দেশে । স্কুল সার্ভিস কমিশনের সুপারিশপত্র পেয়েই সংশ্লিষ্ট কর্মীদের গ্রুপ-সি তে নিয়োগ করা হয়েছে বলে কলকাতা হাইকোর্টে জানাল মধ্যশিক্ষা পর্ষদ । পর্ষদের তরফে জানানো হয়েছে, স্কুল সার্ভিস কমিশনের বিভিন্ন আঞ্চলিক শাখা থেকে সুপারিশপত্রগুলি তাদের কাছে পাঠানো হয়েছিল ।
পর্ষদের হলফনামা দেখার পরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘পর্ষদের হলফনামা থেকেই এই নিয়োগ নিয়ে সংশয় তৈরি হচ্ছে ।’’ তারপরই বিচারপতি স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেন, গ্রুপ-সি পদে কত শূন্য পদ ছিল, প্যানেল থেকে কতজনকে সুপারিশপত্র দেওয়া হয়েছিল এবং ওয়েটিং লিস্ট থেকে কতজনকে সুপারিশপত্র দেওয়া হয়েছিল 22 ডিসেম্বরের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে হাইকোর্টকে (cal hc seeks affidavit from wb school service commission on group c case) ।
পাশাপাশি রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে, জেলা স্কুল ইনস্পেক্টরদের জানাতে হবে, তাঁরা কোথা থেকে সুপারিশপত্রগুলি পেয়েছিলেন । এছাড়া মামলাকারীরা যে প্রায় 350 জনের তালিকা আদালতকে দিয়েছে । এঁদের সমস্ত নথি এবং কোন তারিখে এঁদের সুপারিশপত্র দেওয়া হয়েছিল, এই সমস্ত বিষয় পরিষ্কার করে উল্লেখ করে আদালতে জমা দিতে হবে ৷