কলকাতা, 28 জুন: দুর্ঘটনায় মৃত ব্যক্তির পরিবারকে প্রায় 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)৷ এই নির্দেশ দেওয়া হয়েছে ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানিকে(National Insurance Company)। বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত এই নির্দেশ দিয়েছেন ।
হাইকোর্ট সুত্রে জানা গিয়েছে, পশ্চিম বর্ধমানের বাসিন্দা নারায়ণ চন্দ্র গোরাই 2010 সালের 21 ডিসেম্বর নিজেরই ট্যাক্সিতে সন্ধ্যায় রানিগঞ্জ থেকে ফিরছিলেন ৷ সেইসময় দু'নম্বর জাতীয় সড়কের কাল্লা বাইপাসের ধারে একটা লরি এসে ধাক্কা মারে । সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় । পরে অবস্থা আরও খারাপ হলে তাঁকে দুর্গাপুর মিশন হাসপাতালে ভর্তি করা হয় । কিন্তু দীর্ঘদিন চিকিৎসার পর তিনি মারা যান । তখন তাঁর বয়স ছিল 58 বছর । তাঁর গাড়ির ব্যবসা ছিল, যেখান থেকে বাৎসরিক প্রায় 2 লক্ষ টাকা রোজগার করতেন তিনি । পরিবারে স্ত্রী কল্যাণী গোরাই ছাড়াও দুই পুত্র রয়েছে তাঁর । ফলে তিনি মারা যেতে সমস্যায় পড়ে গোরাই পরিবার । কারণ তিনিই ছিলেন পরিবারে একমাত্র রোজগেরে ।
2012 সালে আসানসোলের মোটর দুর্ঘটনা সংক্রান্ত ট্রাইব্যুনাল-1 নির্দেশে ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানিকে 12 লক্ষ 52 হাজার 792 টাকা গোরাই পরিবারকে 8 শতাংশ বাৎসরিক সুদ-সহ দেওয়ার নির্দেশ দেয় । কিন্তু সেই টাকা না দিয়ে ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ।