পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

School fee case : ফি না মেটালেও ক্লাসে যোগ দিতে বাধা নয় পড়ুয়াদের, নয়া নির্দেশ হাইকোর্টের - সমস্ত ছাত্রছাত্রীকে অবিলম্বে ক্লাসে যোগদান করতে দিতে হবে

ফি সংক্রান্ত সমস্যা সমাধান করতে কলকাতা হাইকোর্টের নিযুক্ত 2 অফিসার সমস্ত বিষয়ে পর্যালোচনা করে আগামী 6 জুন হাইকোর্টকে রিপোর্ট দেবে । ততদিন পর্যন্ত স্কুলে শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার নির্দেশ দিয়েছে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ (Cal HC instruct Schools on School fee case) ।

Cal HC
সমস্ত ছাত্রছাত্রীকে অবিলম্বে ক্লাসে যোগদান করতে দিতে হবে

By

Published : Apr 19, 2022, 7:23 PM IST

Updated : Apr 19, 2022, 9:50 PM IST

কলকাতা, 19 এপ্রিল : আদালতে ধাক্কা খেল জিডি বিড়লা স্কুল ৷ এদিন কলকাতা হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, সমস্ত ছাত্র-ছাত্রীকে অবিলম্বে ক্লাসে যোগদান করতে দিতে হবে । ফি না মেটালেও কোনও ছাত্রছাত্রীকে স্কুল থেকে ফেরাতে পারবে না কর্তৃপক্ষ । 9 এপ্রিল জিডি বিড়লা স্কুল খোলার ব্যাপারে যে নোটিস দেওয়া হয়েছিল তা বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট । এই সমস্যা সমাধান করতে কলকাতা হাইকোর্টের নিযুক্ত 2 অফিসার সমস্ত বিষয়ে পর্যালোচনা করে আগামী 6 জুন হাইকোর্টকে রিপোর্ট দেবে । ততদিন পর্যন্ত স্কুলে শান্তিপূর্ণ পরিস্থিতি রাখার নির্দেশ দিয়েছে বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ (Cal HC instruct Schools on School fee case) ।

প্রসঙ্গত, গত 6 এপ্রিল কলকাতা হাইকোর্ট নির্দেশে জানিয়েছিল, ফি সংক্রান্ত বিষয়ে কোনও ছাত্রছাত্রীকে নতুন ক্লাসে উত্তীর্ণ হওয়া থেকে আটকানো যাবে না । পাশাপাশি, সমস্ত ছাত্র-ছাত্রীদের অবিলম্বে মার্কশিট দিয়ে দিতে হবে । এই নির্দেশের পরেও জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশন গত 9 এপ্রিল একটি নোটিস দিয়ে জানায়, যে সমস্ত ছাত্র-ছাত্রীদের ফি এখনও বাকি রয়েছে তাদের স্কুলে যোগদান করতে নিষেধ করা হল । এর বিরুদ্ধে ফের হাইকোর্টের দ্বারস্থ হন অভিভাবকরা ।

আজ মামলার শুনানিতে অভিভাবকদের তরফে জানানো হয়, জিডি বিড়লা স্কুল হাইকোর্টের নির্দেশ মতো সমস্ত ছাত্র-ছাত্রীকে স্কুলে ঢুকতে দিচ্ছে না ৷ বহু ছাত্র-ছাত্রীর মার্কশিটও এখনও দেওয়া হয়নি ৷ মামলাকারীদের তরফে আইনজীবী বিনীত রুইয়া 145টি স্কুলের অভিভাবকদের তরফে জানান, অনেক স্কুলে যে ছাত্র-ছাত্রীরা সম্পূর্ণ ফি দিতে পারেনি, সেখানে তাদের স্কুলে আটকে রাখা হচ্ছে ৷ টাকা দিলে পরে তাদের ছাড়া হচ্ছে । স্কুলগুলি যেন রীতিমতো অমানবিক বাণিজ্যক্ষেত্র হয়ে উঠছে ।

ফি না মেটালেও কোনও ছাত্রছাত্রীকে স্কুল থেকে ফেরাতে পারবে না কর্তৃপক্ষ

আরও পড়ুন : অভিভাবকদের বিক্ষোভের ফলে অনির্দিষ্টকালের জন্য জিডি বিড়লা, অশোকা হলের গেটে তালা

যদিও জিডি বিড়লা স্কুলের তরফে আইনজীবী বলেন, ''2020-21 সালে স্কুল ফি ছিল 70 হাজার টাকা ৷ কিন্তু অভিভাবকরা মাত্র 17 হাজার টাকা দিয়ে বলছেন নতুন ক্লাসে উত্তীর্ণ করতে । এইভাবে চললে স্কুল বন্ধ করে দিতে হবে ।'' দু'পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় নির্দেশ দেন, অবিলম্বে সমস্ত ছাত্রছাত্রীকে যেন ক্লাসে বসতে দেওয়া হয় । রাজ্যের 145টি বেসরকারি স্কুলের ক্ষেত্রেও একই নির্দেশ দেন তিনি ।

Last Updated : Apr 19, 2022, 9:50 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details