কলকাতা, 24 অগস্ট:বাসভাড়া বৃদ্ধি সংক্রান্ত মামলায় হলফনামা দিয়ে গড়িমসি । সময় পেরিয়ে যাওয়ার পরেও নিজেদের বক্তব্য না জানানোয় রাজ্যকে 10 হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ হাইকোর্টের (Cal HC Fines State Government over Bus Fare Jolt) । বুধবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ।
প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যকে ভাড়া বাড়ানো এবং কোন রুটে কী ভাড়া হবে, সেই ব্যাপারে বিস্তারিত চার্ট হাইকোর্টে পেশ করার নির্দেশ দিয়েছিল । কিন্তু মিনিবাস ও বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে হলফনামা চাওয়ার পরও তা দিতে পারেনি পরিবহন দফতর । তাদের কাছে কি পর্যাপ্ত তথ্য নেই ? এদিন ঠিক এই প্রশ্নই তুলেছে আদালত (Cal HC Fines State Government Bus Fare Jolt) ।