পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Durga Puja Donation Case দুর্গাপূজা অনুদান মামলায় রাজ্যকে হলফনামা পেশের নির্দেশ হাইকোর্টের - CM Mamata Banerjee

অনুদান মামলায় রাজ্যকে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ দুর্গাপুজোয় সরকারি অনুদান দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিল জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিল (PIL Against Durga Puja Donation) ৷

Durga Puja Donation Case
Durga Puja Donation Case

By

Published : Aug 29, 2022, 4:49 PM IST

কলকাতা, 29 অগস্ট: দুর্গাপুজোর অনুদানের মামলায় রাজ্যকে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । এদিন মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল(AG) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, এখানে মুল অভিযোগ একটি নির্দিষ্ট ধর্মকে আর্থিক সহায়তা দিচ্ছে রাজ্য ৷ যা সংবিধান বিরোধী, দেশের ধর্মনিরপেক্ষতা নীতির বিরোধী ।

এরপর তিনি গত দু'বছরের অর্থাৎ 2020 ও 2021 সালের হাইকোর্টের দুটি নির্দেশের কপি আদালতে পেশ করেন জানান, হাইকোর্ট এই অনুদান দেওয়ার অনুমতি দিয়েছিল । তারপরই তিনি এই ব্যাপারে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানানোর আর্জি জানান (Durga Puja donation case) ।

অন্যদিকে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, "আপাতত অনুদান দেওয়া বন্ধ রাখার নির্দেশ দিক আদালত । কারণ টাকা বিলি করা শুরু হয়ে গেলে সেটা ফেরত নেওয়া সম্ভব নয় ।" যদিও প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যকে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য পেশের সুযোগ দিয়েছে । 5 সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে ।

ক্লাবকে সরকারি অনুদান দেওয়া নিয়ে রাজ্যের বক্তব্য জানতে চাইল আদালত

আরও পড়ুন:দুর্গাপুজোয় অনুদানের বিরুদ্ধে জনস্বার্থ মামলা হাইকোর্টে

প্রসঙ্গত, বিগত কয়েকটি বছরের মতো চলতি বছরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ক্লাবগুলোকে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন ৷ তবে এবছর 60 হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা বলেন তিনি । যার ফলে প্রায় 300 কোটি টাকা খরচ হবে রাজ্যের কোষাগার থেকে । সঙ্গে ক্লাবগুলোকে পূজায় বিদ্যুৎ বিলে ভর্তুকি দেওয়ারও সিদ্ধান্ত গ্রহন করেছে রাজ্য । তার বিরুদ্ধে গত 24 অগস্ট কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে (PIL Against Durga Puja Donation) জাতীয়তাবাদী আইনজীবী কাউন্সিল । পরে আরও দুটি মামলা দায়ের হয়েছে । এই পর্যন্ত মোট তিনটি মামলা দায়ের হয়েছে দুর্গাপুজোর অনুদান নিয়ে ।

ABOUT THE AUTHOR

...view details