কলকাতা, 14 এপ্রিল: দু'বার বাতিল হওয়ার পর ফের ডাকা হল রাজ্য মন্ত্রিসভার বৈঠক। বৃহস্পতিবার সেই বৈঠক অনুষ্ঠিত হবে । কলকাতা এবং আশপাশের জেলায় যেসব মন্ত্রীরা রয়েছেন তাঁদের সেই বৈঠকে ডাকা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
ঠিক ছিল 23 মার্চ হবে মন্ত্রিসভার বৈঠক। কিন্তু কোরোনা আতঙ্কের জেরে সেই বৈঠক স্থগিত করে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, মন্ত্রিসভার বৈঠকের থেকেও বেশি প্রয়োজন কোরোনা মোকাবিলা।
সেই বৈঠকের বিষয়টি ছিল পূর্বনির্ধারিত। মন্ত্রিসভার সেই বৈঠকে একগুচ্ছ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল। সেই বৈঠকের পরিবর্তে 23 মার্চ সর্বদলীয় বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। আর তার পরই লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয় । পরবর্তী বৈঠক 31 মার্চ হবে বলে জানানো হয় ।
কিন্তু, বর্তমান পরিস্থিতিতে 31 মার্চ বৈঠক সম্ভব হয়নি। সেদিনের বৈঠকও বাতিল হয়ে যায়। নবান্নে দুদিন ধরে চলল স্যানিটেশনের কাজ। জীবাণুমুক্ত করার পর আগামীকাল নবান্নে কাজ শুরু হতে পারে। আর বৃহস্পতিবার হবে রাজ্য মন্ত্রিসভার বৈঠক। সেই বৈঠকে আপৎকালীন ভিত্তিতে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে নবান্ন সূত্রে খবর।