কলকাতা, 24 জুন :কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ নির্বাচনী ইস্তাহারে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য ক্রেডিট কার্ড (Student Credit Card) করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি ৷ ক্ষমতায় আসার স্বল্প দিনের মধ্যেই তিনি সেই প্রতিশ্রুতি পূরণ করলেন ৷ রাজ্য মন্ত্রিসভায় পাশ হল ছাত্রছাত্রীদের ক্রেডিট কার্ড প্রকল্প ৷ এর ফলে পড়াশোনার জন্য 10 লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন ছাত্রছাত্রীরা ৷ গ্যারান্টার থাকবে সরকার ৷ আগামী 30 জুন এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ৷
আজ সাংবাদিক সম্মেলন করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দশম শ্রেণি থেকেই ক্রেডিট কার্ড প্রকল্পের সুবিধে মিলবে ৷ সরকার বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনার জন্য 10 লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ তিনি বলেন, "আজ মন্ত্রিসভায় স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প অনুমোদিত হয়েছে ৷ এই প্রকল্পে দশম শ্রেণি থেকে শুরু করে দ্বাদশ, স্নাতক, স্নাতকোত্তর, পোস্ট ডক্টরাল গবেষণা, পেশাগত শিক্ষা-সহ বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনার জন্য 10 লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন ছাত্রছাত্রীরা ৷ এই ঋণ নিতে আর বা-মায়েদের চিন্তা করতে হবে না ৷ ঘর-বাড়ি বিক্রি করতে হবে না ৷ সরকার এই ঋণের গ্যারান্টার থাকবে ৷ ছাত্রছাত্রীরা আমাদের গর্ব ৷ তাঁরা দেশে-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ার খরচ চালানোর জন্য এই ঋণ নিতে পারবে ৷ সরকারই এই টাকা অনলাইনে দিয়ে দেবে ৷"
আরও পড়ুন:নন্দীগ্রাম মামলা অন্য বেঞ্চে সরানোর আবেদনের রায়দান স্থগিত হাইকোর্টের