কলকাতা, 3 ফেব্রুয়ারি: রাজ্যে মেয়েদের টি-টোয়েন্টি ক্রিকেট (Womens T20 Cricket) টুর্নামেন্টের ঢাকে কাঠি । বুধবার ইডেনে সিএবির উদ্যোগে বেঙ্গল উইমেন্স টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টের জন্য খেলোয়াড়দের নিলাম হয়ে গেল ৷ এই নিলাম থেকে 90 জন মহিলা ক্রিকেটারকে নিজেদের জন্য বেছে নিল 6টি দল ৷
এই নিলাম উপলক্ষ্যে এদিন সিএবির পদাধিকারীদের পাশাপাশি ইডেনে উপস্থিত ছিলেন মহিলা ক্রিকেটের জাতীয় নির্বাচক, নির্বাচক কমিটির চেয়ারম্যান, বিসিসিআই-এর ম্যাচ রেফারি প্রমুখ ৷ ইস্টবেঙ্গল, রাজস্থান, মহমেডান স্পোর্টিং, টাউন ক্লাব, এরিয়ান, কালীঘাট- এই ছ'টি ক্লাব আগামী 7 ফেব্রুয়ারি থেকে এই প্রতিযোগিতায় অংশ নেবে ৷ কল্যাণী স্টেডিয়ামে বসবে প্রতিযোগিতার আসর ৷ ফাইনাল হবে আগামী 23 ফেব্রুয়ারি ।