কলকাতা, 5 সেপ্টেম্বর: অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে (Saigal Hossain) জেরা করেই বোলপুর এবং সিউড়ির মোট চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আধিকারিকের নাম ও ঠিকানা পেয়েছিল সিবিআই । ওই চারজন ব্যাংক আধিকারিকের মধ্যে দুজন ব্যাংক আধিকারিকের বয়ান ইতিমধ্যেই রেকর্ড করে ফেলেছেন সিবিআই-এর গোয়েন্দারা (CBI)। নিজাম প্যালেস সুত্রের খবর, বাকি দুই ব্যাংক আধিকারিকের বয়ান রেকর্ড করা বাকি রয়েছে (Cattle Smuggling Case)।
জানা গিয়েছে, অনুব্রত মণ্ডল তাঁর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে দিয়ে এই ব্যাংক আধিকারিকদের সঙ্গে কথা বলাতেন । সায়গল হোসেন নিজেই ওই ব্যাংক আধিকারিকদের সঙ্গে সরাসরি কথা বলতেন অনুব্রত মণ্ডল এবং তাঁর ঘনিষ্ঠদের হয়ে ৷
বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে জেরা করে সিবিআই-এর গোয়েন্দারা অনুব্রত এবং তাঁর ঘনিষ্ঠদের মোট 17 কোটি টাকার ফিক্সড ডিপোজিট সংক্রান্ত তথ্য পেয়েছিলেন । 17 কোটি টাকার ফিক্সড ডিপোজিট ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা । ফলে ক্রমেই গরু পাচার কাণ্ডের তদন্তে অনুব্রত মণ্ডলের তৎকালীন দেহরক্ষী সায়গল হোসেন সিবিআই-এর কাছে হয়ে উঠেছে মূল হাতিয়ার ।
আরও পড়ুন:হল না শুনানি, ফের 14 দিনের জেল হেফাজত সায়গল হোসেনের
অভ্যন্তরীণ তদন্ত করে সিবিআই-এর গোয়েন্দারা অনুব্রত এবং তাঁর ঘনিষ্ঠদের আর্থিক লেনদেনের বিষয়ে যে তথ্য পেয়েছিলেন, সেই তথ্যের সঙ্গে এ বার ব্যাংক আধিকারিকদের তথ্য মিলিয়ে দেখতে চাইছেন সিবিআই-এর গোয়েন্দারা ।