কলকাতা, 13 জানুয়ারি: আমহার্স্ট স্ট্রিটের গুলি চালানোর ঘটনায় মৃত্যু হল আহত ব্যবসায়ী (Amherst Street businessman died) দীপক দাসের ৷ তাঁর মাথায় এবং ঘাড়ে গুলি লেগেছিল ৷ এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে তাঁকে ভর্তি করানো হয়, রাখা হয়েছিল লাইফ সাপোর্ট সিস্টেমে ৷ সেখানেই বৃহস্পতিবার ভোর রাতে মৃত্যু হয় তাঁর ৷
বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার রাজাবাজারের কাছে গুলিবিদ্ধ হন ব্যবসায়ী দীপক দাস । গুরুতর আহত অবস্থায় গুলিবিদ্ধ দীপককে প্রথমে ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় । সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় রাতে তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ সেখানে ট্রমা কেয়ার ইউনিটে অবজারভেশনে থাকার পর রাতেই তাঁর অস্ত্রোপচার করা হয় । পরে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে দীপককে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয় ৷
আরও পড়ুন : শিলিগুড়ি থেকে উদ্ধার প্রায় 10 কোটি টাকার মাদক, ধৃত 6