পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Amherst Street Firing Case : আমহার্স্ট স্ট্রিটের গুলিবিদ্ধ ব্যবসায়ীর মৃত্যু - আমহার্স্ট স্ট্রিটের গুলিবিদ্ধ ব্যবসায়ীর মৃত্যু

বুধবার বিকেলে আমহার্স্ট স্ট্রিটে গুলি চালানোর ঘটনায় আহত হয়েছিলেন ব্যবসায়ী দীপক দাস ৷ বৃহস্পতিবার ভোর রাতে তাঁর মৃত্যু হয় ৷ (Amherst Street businessman died) ৷

kolkata trader dies
আমহাস্ট্রিটে গুলিবিদ্ধ ব্যবসায়ীর মৃত্যু

By

Published : Jan 13, 2022, 11:06 AM IST

Updated : Jan 13, 2022, 12:39 PM IST

কলকাতা, 13 জানুয়ারি: আমহার্স্ট স্ট্রিটের গুলি চালানোর ঘটনায় মৃত্যু হল আহত ব্যবসায়ী (Amherst Street businessman died) দীপক দাসের ৷ তাঁর মাথায় এবং ঘাড়ে গুলি লেগেছিল ৷ এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে তাঁকে ভর্তি করানো হয়, রাখা হয়েছিল লাইফ সাপোর্ট সিস্টেমে ৷ সেখানেই বৃহস্পতিবার ভোর রাতে মৃত্যু হয় তাঁর ৷

বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ আমহার্স্ট স্ট্রিট থানা এলাকার রাজাবাজারের কাছে গুলিবিদ্ধ হন ব্যবসায়ী দীপক দাস । গুরুতর আহত অবস্থায় গুলিবিদ্ধ দীপককে প্রথমে ন্যাশনাল মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় । সেখানে তাঁর অবস্থার অবনতি হওয়ায় রাতে তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷ সেখানে ট্রমা কেয়ার ইউনিটে অবজারভেশনে থাকার পর রাতেই তাঁর অস্ত্রোপচার করা হয় । পরে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে দীপককে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয় ৷

আরও পড়ুন : শিলিগুড়ি থেকে উদ্ধার প্রায় 10 কোটি টাকার মাদক, ধৃত 6

এই গুলি চালনার ঘটনায় রাকেশ নামে এক ব্যক্তির নাম উঠে এসেছে । ঘটনায় ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় খুনের মামলা রুজু করেছে পুলিশ । তদন্তে নেমে পুলিশ একপ্রকার নিশ্চিত যে ব্যবসায়িক শত্রুতা এবং টাকা-পয়সার লেনদেনের হিসাবকে কেন্দ্র করেই বচসা এবং সেখান থেকেই এই গুলি চালানোর ঘটনা ঘটে ।

আরও পড়ুন : আমহার্স্ট স্ট্রিটে গুলি, আহত ব্যবসায়ী

জানা গিয়েছে, দীপক দাস প্রথমে নিউমার্কেটে রাকেশের দোকানে কাজ করতেন ৷ পরে সেখান থেকে তাঁদের ব্যবসায়িক সম্পর্কে ফাটল ধরে । পরে রাজাবাজার এলাকায় নিজের একটি দোকান খোলেন দীপক । এছাড়াও বারাসত এলাকায় বেশ কিছু প্রমোটিং কারবারের সঙ্গে যুক্ত ছিলেন তিনি ৷ সেখানেও নিত্য গোলযোগ লেগেই থাকত । ইতিমধ্যেই সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ । মূল অভিযুক্ত রাকেশ এখনও অধরা ৷

Last Updated : Jan 13, 2022, 12:39 PM IST

ABOUT THE AUTHOR

...view details