পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

নজরে যাত্রী স্বাচ্ছন্দ্য, খড়দহ থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত চালু হবে AC বাস পরিষেবা - AC বাস পরিষেবা

যাত্রী সুবিধার্থে খরদহ থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত চালু হতে চলেছে AC বাস পরিষেবা। আগামী সোমবার অর্থাৎ 9 নভেম্বর থেকে শুরু হবে বাস পরিষেবা।

bus route
AC বাস পরিষেবা

By

Published : Nov 6, 2020, 10:53 PM IST

কলকাতা, 6 নভেম্বর : খড়দহ থেকে সল্টলেক সেক্টর V পর্যন্ত চালু হতে চলেছে AC বাস পরিষেবা। কোরোনার জেরে দীর্ঘদিন বন্ধ রয়েছে লোকাল ট্রেন। তাই যাত্রী সুবিধার্থে এই রুটে বাস চালানোর সিদ্ধান্ত নিল রাজ্য পরিবহন দপ্তর।

এবার খড়দহর রবীন্দ্রভবন থেকে একটি বাসে সরাসরি পৌঁছানো যাবে সল্টলেক সেক্টর V পর্যন্ত। পরিবহন দপ্তর সূত্রের খবর, এই রুটে নতুন সরকারি AC-25 বাসের অনুমোদন দেওয়া হয়েছে। আপাতত তিনটি বাসের অনুমোদন মিলেছে। আগামী সোমবার অর্থাৎ 9 নভেম্বর থেকে শুরু হবে বাস পরিষেবা।

ওয়েস্টবেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন (WBTC)র ম্যানেজিং ডিরেক্টর রাজনবীর সিং কাপুর বলেন, "এই রুটে বহুদিন ধরেই বাসের চাহিদা ছিল যাত্রীদের মধ্যে। যাত্রী সুবিধা ও স্বাচ্ছন্দের কথা ভেবেই শুরু করা হচ্ছে বাস রুটটি।"


সোদপুর উড়ালপুল, মুড়াগাছা, মধ্যমগ্রাম, কলকাতা বিমানবন্দর, VIP রোড হয়ে বাসটি পৌঁছাবে সল্টলেক সেক্টর V । বাসের ভাড়া 40 টাকা ধার্য করা হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details