পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

চাহিদা নেই টিকিটের, ধুঁকছে ছোটো ছাপাখানা - লক ডাউনে ক্ষতিগ্রস্থ বাসের টিকিট ছাপার ব্যবসা

লকডাউনে আর্থিক মন্দার মুখে বাসের টিকিট ছাপার ছাপাখানাগুলি। আনলক ফেজে বাস পরিষেবা চালু হলেও অনেক বেসরকারি বাস মালিক সংগঠন ভাড়া বৃদ্ধির দাবিতে বাস নামায়নি রাস্তায়। ফলে নেই টিকিটের চাহিদা । ক্ষতির মুখে বাসের টিকিট ছাপার কাজের সঙ্গে যুক্ত ব্যবসায়ী ও কর্মীরা ।

বাস টিকিট, bus ticket, bus ticket printing business
Bus ticket

By

Published : Jul 5, 2020, 7:12 PM IST

কলকাতা,৫ জুলাই : লকডাউনে বেসরকারি বাস মালিক সংগঠন বা কর্মীরাই ক্ষতিগ্রস্তহননি,পরিষেবার সঙ্গে জড়িত আনুষঙ্গিক অনেক ব্যবসাও ক্ষতির মুখে,যেমন বাসের টিকিট ছাপানোরছাপাখানাগুলি ।

ভাস্কর মাইতি । কলকাতার বুকে তাঁর ছোটো একটি ছাপাখানা রয়েছে ।বাসের টিকিট ছাপা হয় সেখানে । ভাস্করবাবু জানান,লকডাউনের জেরে তাঁর ব্যবসা তলানিতেঠেকেছে । জুনের শুরুতে বাস পরিষেবা চালু হলেও ব্যবসায় তেমন একটা হয়নি । বলেন, "এখনও পর্যন্ত অনেকবাসই রাস্তায় নামেনি । তাই অন্য সময়ের চেয়ে টিকিটের চাহিদা কম । সাধারণত এক লাখটিকিট ১,৫০০ টাকায় বিক্রি হয় । ছাপাখানায় প্রায় ২৫০ টি বাসের জন্যে মাসেগড়ে ২৫ থেকে ৩০ লাখ টিকিট ছাপা হয় । "

শহরের আরও এক ছাপাখানার মালিক অরুণেশ বসু জানান,কোরোনা সংক্রমণের আগে তিনি মাসে ৪০,০০০ টাকার টিকিট বিক্রি করতেন । খরচের মধ্যে কর্মীদেরবেতন ধরে মাসে গড়ে লাভ হত ১৫,০০০ টাকা । কিন্তু গতমাসে মাত্র দুই থেকে তিন লাখটিকিট ছাপা হয়েছে । এভাবে সংসার চালানো ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details