শিলিগুড়ি, 8 জুন : করোনা আবহের মধ্যেই ডিজেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় মাথায় হাত বাস চালকদের । চরম বিপাকে পড়েছেন বাস চালক ও মালিকরা । বাস ভাড়া না বাড়ালে বাস চালানো কঠিন হয়ে পড়ছে বাস মালিকদের । ভাড়া বৃদ্ধির দাবিতে সোম এবং মঙ্গলবার শিলিগুড়ির তেনজিং নোরগে বাসস্ট্যান্ড-সহ উত্তরের বিভিন্ন জেলার বাসস্ট্যান্ডে মৌন বিক্ষোভে সামিল হন হন উত্তরের বাস চালক ও মালিক সংগঠনের যৌথ মঞ্চ ।
মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বাসের গায়ে দাবি সম্মিলিত পোস্টারও লাগিয়ে দেন বিক্ষোভকারীরা । উত্তরবঙ্গ প্যাসেঞ্জার ওনার্স কো-অর্ডিনেশন কমিটির সম্পাদক প্রণব মানি বললেন, "আমরা বাস চালানোর পক্ষেই রয়েছি । কারণ বাসের সঙ্গে কয়েক লক্ষ শ্রমিক যুক্ত রয়েছে । পাশাপাশি কয়েক হাজার মালিক রয়েছে । কিন্তু যে ভাবে ডিজেলের মূল্যবৃদ্ধি হচ্ছে, তাতে রাজ্য সরকার বাসের ভাড়া বৃদ্ধি না করলে যাত্রী পরিষেবা দেওয়াই অসম্ভব হয়ে পড়বে ।"