পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

চলন্ত মেট্রোর কোচে পোড়া গন্ধ, কালীঘাট স্টেশনে আতঙ্ক

শুক্রবার দুপুরে 1টা বেজে 48 মিনিট নাগাদ ঘটনাটি ঘটে কালীঘাট মেট্রো স্টেশনের কাছে ৷ ডাউন লাইনের একটি ট্রেনের (ডিকে-62 এসি-9) দুটি কোচ থেকে আচমকা পোড়া গন্ধ বেরোতে থাকে ।

By

Published : May 14, 2021, 3:08 PM IST

burning smell on moving metro coach at kalighat metro station
burning smell on moving metro coach at kalighat metro station

কলকাতা, 14 মে: চলন্ত মেট্রোর কোচে পোড়া গন্ধে আতঙ্ক ৷ চাঞ্চল্য যাত্রীদের মধ্যে ৷ কালীঘাট মেট্রো স্টেশনে থামিয়ে দেওয়া হল ট্রেনটিকে ৷ সাময়িকভাবে ব্যহত হল পরিষেবা ৷

শুক্রবার দুপুরে 1টা বেজে 48 মিনিট নাগাদ ঘটনাটি ঘটে কালীঘাট মেট্রো স্টেশনের কাছে ৷ ডাউন লাইনের একটি ট্রেনের (ডিকে-62 এসি-9) দুটি কোচ থেকে আচমকাই পোড়া গন্ধ বেরোতে থাকে । সঙ্গে সঙ্গে ট্রেনটিকে থামিয়ে দেওয়া হয় কালীঘাট মেট্রো স্টেশনে । যদিও আগুন বা ধোয়া দেখা যায়নি । মেট্রো রেল সূত্রে খবর, ট্রেনের দুটি কোচ থেকে হঠাৎই পোড়া গন্ধ বের হতে থাকে ৷ এর ফলে যাত্রীরা কিছুটা আতঙ্কিত হয়ে পড়েন । ফলে ডাউন লাইনের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয় ৷ কালীঘাট স্টেশনে ওই ট্রেনের যাত্রীদের নামিয়ে দেওয়া হয় । এরপর মেট্রো রেলের টেকনিক্যাল টিম এসে কোচ পরীক্ষা করে ৷ প্রাথমিকভাবে কোচে কোনও সমস্যা মেলেনি ৷

আরও পড়ুন: ঈদের দিন 192 টির পরিবর্তে চলবে 144টি মেট্রো

এই ঘটনায় মিনিট দশেক মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয় । এরপর আবার 1 বেজে 58 মিনিট নাগাদ ফের পরিষেবা চালু হয় । বর্তমনে পরিষেবা স্বাভাবিক রয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details