কলকাতা, 21 ফেব্রুয়ারি : মাতৃভাষা দিবসের মঞ্চ থেকে নাগরিকত্ব সংশোধিত আইন এবং নাগরিকপঞ্জির বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভারত গড়ার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । কবিতা, গানে, ভাষণে আজ দেশপ্রিয় পার্কের মাতৃভাষা দিবস পালনের গোটা অনুষ্ঠান মঞ্চ যেন আক্ষরিক অর্থে CAA বিরোধী মঞ্চে পরিণত হয়েছিল ।
ভাষা দিবসে CAA বিরোধী ঐক্যবদ্ধ ভারত গড়ার ডাক মমতার - mamata banerjee
CAA বিরোধী ঐক্যবদ্ধ ভারত গড়ার ডাক । ''আঁচল ঠেলে ফেলে দিয়ে মাকে ভালোবাসা যায় না । মায়ের আঁচলের তলায় আসুন । ঐক্যবদ্ধ হয়ে শপথ নিই । আমরা ঐক্যবদ্ধ ভারত দেখতে চাই ।'' মাতৃভাষা দিবসের মঞ্চs নাগরিকত্ব সংশোধিত আইনের বিরুদ্ধে ঐক্যের ডাক মমতার ৷
মুখ্যমন্ত্রীর লেখা CAA বিরোধী গান গেয়ে ভাষা দিবসের মঞ্চ মাতালেন ইন্দ্রনীল সেন । অনুষ্ঠান শেষে ঐক্যবদ্ধভাবে ভারত গড়ার শপথ নেওয়ার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় । আন্তর্জাতিক বাংলা ভাষা দিবসে CAA ও NRC বিরোধী ঐক্যবদ্ধ ভারত গড়ার অঙ্গীকারের বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায় ।
অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশে তিনি বলেন, "আঁচল ঠেলে ফেলে দিয়ে মাকে ভালোবাসা যায় না । মায়ের আঁচলের তলায় আসুন । ঐক্যবদ্ধ হয়ে শপথ নিই । আমরা ঐক্যবদ্ধ ভারত দেখতে চাই । আমরা ঐক্যবদ্ধ বঙ্গভূমি চাই । আমরা প্রত্যেকে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ঐক্যবদ্ধ ভাবে লড়াই করব । লড়াইটা যতোই কঠিন হোক না কেন, আপনারা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবেন । এটা আমার দৃঢ় বিশ্বাস ।"