পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

দিশাহীন বাজেট, জনসাধারণের হেঁশেলে টান পড়বে : মমতা - visionless

বাজেট 2019 সম্পূর্ণ দিশাহীন বলে টুইট করলেন মমতা । তিনি জানান, বাজেটের ফলে সাধারণ মানুষের উপর চাপ বাড়বে।

মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Jul 5, 2019, 7:30 PM IST

কলকাতা, 5 জুলাই: বাজেট 2019 সম্পূর্ণ দিশাহীন । এই বাজেটের ফলে সাধারণ মানুষ আরও দুর্ভোগের শিকার হবেন । কেন্দ্রীয় বাজেট সম্পর্কে এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

আজ সকালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করার পর বিকেলে মুখ্যমন্ত্রী টুইট করেন । টুইটে তিনি লেখেন, 'বাজেট 2019 সম্পূর্ণ দিশাহীন । শুধু তাই নয়, সমস্ত লক্ষ্যই লাইনচ্যুত হয়ে গেছে।' আরও লেখেন, 'কেন্দ্রীয় বাজেটে পেট্রল-ডিজ়েলের ওপর সেস বসানোর পাশাপাশি অতিরিক্ত শুল্ক বা কর চাপানো হয়েছে । ফলে লিটার পিছু পেট্রলের দাম বেড়ে দাঁড়াবে 2 টাকা 50 পয়সা ও ডিজ়েলের দাম বেড়ে দাঁড়াবে 2টাকা 30 পয়সা ।'

আরও পড়ুন : বিনিয়োগ, কর্মসংস্থানের প্রসঙ্গ কোথায় ? বাজেট বিরোধিতায় এক সুর বিরোধীদের

বিশ্ববাজারে জ্বালানির দাম অনেকটাই কমেছে । আজ বাজেট পেশকালীন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, পেট্রল-ডিজ়েলে অতিরিক্ত 1টাকা করে সেস বসানো হয়েছে । সেইসঙ্গে অতিরিক্ত আমদানি শুল্কও ধার্য করা হবে । এর ফলে টান পড়বে মধ্যবিত্তের পকেটে । সেই কথা মাথায় রেখেই মমতা বিকেলে টুইট করেন, 'এই দিশাহীন বাজেটের জেরে পরিবহন থেকে শুরু করে বাজার অর্থনীতি প্রভাবিত হবে । সাধারণ মধ্যবিত্ত মানুষের রান্নাঘরেও চাপ বাড়বে । বাজেটের ফলে সাধারণ মানুষ আরও বেশি করে নাকাল হবেন ।'

ABOUT THE AUTHOR

...view details