পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

কাল বাইপ্যাপ সাপোর্টে বাড়ি ফিরবেন বুদ্ধদেব - কাল বাইপ্যাপ সাপোর্টে বাড়ি ফিরবেন বুদ্ধদেব

হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর বর্তমানে যে শারীরিক অবস্থা রয়েছে, এই অবস্থার অবনতি না হলে মঙ্গলবারই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে ।

buddhadev-bhattacharya
buddhadev-bhattacharya

By

Published : Dec 14, 2020, 7:05 PM IST

কলকাতা, 14 ডিসেম্বর : নতুন করে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থার অবনতি না হলে আগামীকালই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে ৷ তবে, বর্তমানে বুদ্ধদেববাবুর যে শারীরিক অবস্থা রয়েছে তাতে আগামীকাল তাঁকে হাসপাতাল থেকে বাইপ্যাপ অর্থাৎ, নন-ইনভেসিভ ভেন্টিলেটর সাপোর্টে বাড়ি পাঠানো হবে । কিন্তু, কাল কখন তাঁকে ছুটি দেওয়া হবে তা নিয়ে হাসপাতালের তরফে কিছু জানানো হয়নি। পাশাপাশি, অসুস্থ বুদ্ধবাবুর কোনও ছবি যাতে প্রকাশ্যে না আসে সেই অনুরোধ জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর অনুরোধ অনুযায়ী এই আবেদন।

গত বুধবার, 9 ডিসেম্বর দুপুর থেকে দক্ষিণ কলকাতার আলিপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসা চলছে । শেষ খবর পাওয়া পর্যন্ত, তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে । যে কারণে আগামীকাল, মঙ্গলবার হাসপাতাল থেকে তাঁকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তাঁর শারীরিক অবস্থার বিষয়ে সোমবার বিকালে ওই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বর্তমানে তাঁকে নন-ইনভেসিভ ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে । তিনি সচেতন রয়েছেন । তাঁর শরীরের বিভিন্ন প্যারামিটার স্থিতিশীল রয়েছে । তাঁর ইউরিন আউটপুট সন্তোষজনক । এদিন তাঁকে ফল-সহ নরম খাবার দেওয়া হয়েছে । খাবার মুখ দিয়ে খেয়েছেন । এখনও রাইলস টিউব রাখা হয়েছে । তবে, আগামীকাল সকালে রাইলস টিউব খুলে দেওয়া হবে । আগামীকাল মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে ।

আরও পড়ুন: শারীরিক অবস্থার আরও উন্নতি, কালই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন বুদ্ধদেব

এদিন সকাল সাড়ে 11টা নাগাদ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, গতকাল, রবিবার রাতে বুদ্ধদেব ভট্টাচার্যর ভালো ঘুম হয়েছে । গতকাল তিনি ফল খেয়েছেন । তাঁকে খবরের কাগজের হেডলাইন পড়ে শোনানো হয়েছে । তাঁর ফিজিওথেরাপি চলছে । বুদ্ধদেববাবুর শরীরের বিভিন্ন প্যারামিটার স্বাভাবিক রয়েছে । বুদ্ধদেববাবুর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে । আগামীকাল মঙ্গলবার তাঁকে হাসপাতাল থেকে বাড়ি পাঠানো হবে । সোমবার সকাল সাড়ে 11টা নাগাদ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল, এদিন সকালে বুদ্ধদেববাবুর পাঁচ দিনের অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পূর্ণ হয়েছে । তবে, অন্যান্য সাপোর্টিভ মেডিসিন চালু রয়েছে । ইনজেকশন আকারে তাঁকে যে স্টেরয়েড দেওয়া হচ্ছিল, সোমবার থেকে তা মুখে ওষুধের আকারে দেওয়া শুরু হয়েছে । রাইলস টিউব থাকলেও মুখ দিয়ে ফল-সহ কিছু নরম খাবার খাওয়ানো হচ্ছে বুদ্ধদেববাবুকে । ইউরিনারি ক্যাথিটার খুলে দেওয়া হয়েছে । তিনি নিজেই ইউরিন পাস করতে পারছেন । তাঁর শারীরিক অবস্থার বিষয়টি নিরবচ্ছিন্নভাবে নজরে রেখেছেন চিকিৎসকরা ।

আরও পড়ুন:বই লেখা দ্রুত শেষ করতে চান, রবিবার খিচুড়িও খেলেন বুদ্ধদেব ভট্টাচার্য

হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর বর্তমানে যে শারীরিক অবস্থা রয়েছে, এই অবস্থার কোনও অবনতি না হলে মঙ্গলবার দুপুরে তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে । গত বুধবার হাসপাতালে ভরতি হওয়ার আগেও বাইপ্যাপ সাপোর্টে ছিলেন তিনি । আগামীকাল তাঁকে হাসপাতাল থেকে বাড়িতে এই সাপোর্টেই নিয়ে যাওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা । বর্তমানে হাসপাতালেও বাইপ্যাপ সাপোর্টে রয়েছেন তিনি । তবে, মাঝে মধ্যে বাইপ্যাপ সাপোর্টের বাইরে তাঁকে আনা হচ্ছে । হাসপাতালের চিকিৎকরা অবশ্য মনে করছেন, আগামীকাল বুদ্ধদেববাবুকে হাসপাতাল থেকে বাড়িতে পাঠানো সম্ভব হবে, কোনও সমস্যা হবে না । সিওপিডি (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ)-র সমস্যায় আক্রান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । এই সমস্যার কারণে গত বুধবার তাঁকে এই হাসপাতালে ভরতি করানো হয়েছিল ।

ABOUT THE AUTHOR

...view details