পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Buddhadeb Bhattacharjee : লক্ষাধিক টাকার বই বিক্রি, শারদোৎসবে বেস্টসেলার বুদ্ধদেব ভট্টাচার্য - বেস্টসেলার বুদ্ধদেব ভট্টাচার্য

বেস্টসেলার হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ পুজোর মধ্যে রাজ্যজুড়ে মোট বারোশো বইয়ের স্টল দিয়েছে বামেরা ৷ তার মধ্যে যাদবপুরের 8-বি-তেই বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) লেখা বই বিক্রি হয়েছে লক্ষাধিক ৷

Bestseller Buddhadeb Bhattacharjee
বেস্টসেলার বুদ্ধদেব ভট্টাচার্য

By

Published : Oct 15, 2021, 5:53 PM IST

Updated : Oct 16, 2021, 11:26 AM IST

কলকাতা, 15 অক্টোবর : শারদীয়ার বুকস্টল দেওয়ার ক্ষেত্রে শাসক তৃণমূল কংগ্রেস এবং প্রধান বিরোধী দল বিজেপিকে টেক্কা দিল বামেরা । সিপিআইএম, সিপিআই, সিপিআইএমএল, এসইউসিআই-সহ বামপন্থী দলগুলো শারদোৎসব উপলক্ষে রাজ্যজুড়ে 1200 বুকস্টল দিয়েছে । কলকাতা শহরে রয়েছে সাড়ে তিনশো স্টল । কলকাতা পুরসভা এলাকায় 109টি স্টল রয়েছে । শহর কলকাতায় শুধু সিপিআইএম সাড়ে তিনশো স্টল দিয়েছে । এর মধ্যে সবচেয়ে বড় স্টল দিয়েছে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড, বাগবাজার, পার্কসার্কাসে । নবমীর রাত অবধি যাদবপুর 8বি-তে বামেদের স্টল থেকে লক্ষাধিক টাকার বেশি বই বিক্রি হয়েছে । তার মধ্যে সিংহভাগই রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর লেখা একাধিক বই ৷

এবারও জনপ্রিয় লেখকদের তালিকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) লেখা 'স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা' এবং 'নাৎসি জার্মানির জন্মমৃত্যু ও মৃত্যু' বই দু'টি । চাহিদা রয়েছে এসএফআইয়ের পুজো সংখ্যা এবং মরিচঝাঁপির ইতিহাসের বইগুলোর । যাদবপুর 8বি বুকস্টল থেকে উদ্বোধনের দিনই হাজার কুড়ি টাকার বেশি বই বিক্রি হয়েছে । চারদিনের মধ্যে তা দেড় লক্ষ টাকা ছাড়িয়ে যায় বলে জানিয়েছেন স্টলে উপস্থিত বাম কর্মী-সমর্থকরা । উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty), পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় (Kamaleshwar Mukherjee), রবীন দেব (Rabin Deb) । এরপর থেকে প্রতিদিন উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Bose), সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Surjya Kanta Mishra), বামনেতা সুজন চক্রবর্তীরা (Sujan Chakraborty)।

গতবছর যাদবপুর 8বি বুকস্টল থেকে প্রায় তিন লক্ষ টাকার বই বিক্রি হয়েছিল বলে খবর । শারদোৎসবে বামেদের বুকস্টল দেওয়ার রীতি ছেষট্টি বছরের পুরানো । 1955 সাল থেকে এই বুকস্টল দেওয়া শুরু হয়েছিল । পাঁচ এবং ছয়ের দশকে শিয়ালদা, রাজাবাজার, শ্যামবাজার, উল্টোডাঙা, ঢাকুরিয়া, বালিগঞ্জ স্টেশন সংলগ্ন এলাকা, বেলেঘাটা অঞ্চলে বুকস্টল দেওয়া শুরু হয়েছিল । ক্রমেই তা জনপ্রিয়তা লাভ করে । মার্কসীয় সাহিত্য ছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায় এবং রুশ লেখকদের বই বিক্রি হতো এইসব স্টল থেকে ।

একাংশ বামপন্থী বর্তমান শাসকদলের খানিক সমালোচনার ছলে অভিযোগ করেন, বামপন্থী বুকস্টলগুলোতে যেখানে বিভিন্ন বামপন্থী ভাবনার লেখকদের বইয়ের সম্ভার সেখানে তৃণমূল কংগ্রেসের উৎসব বুকস্টলে শুধুই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বই । নব্বই শতাংশ বই শুধু তাঁরই । তেমনই বিজেপির স্টলে শুধুই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং সাভারকরের লেখা বই ।

যাদবপুর 8বি বুকস্টলে বসে থাকা এক বামকর্মী বলেন, "নির্বাচনের ফলাফলে আমরা শূন্য । একদম ঠিক । কিন্তু মানুষের পাশে থাকার যে কর্মসূচি সারাবছর চলে তা অব্যাহত । তাতে ছেদ পড়েনি ৷ উৎসবের দিনগুলোতে অন্য সব দল যখন শারদোৎসব নিয়ে ব্যস্ত তখন আমরা বন্যা দুর্গতদের পাশে রয়েছি । ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে । উপস্থিত ছিলেন মিনাক্ষী মুখোপাধ্যায় । সিঙ্গুরে সৃজন ভট্টাচার্য গিয়েছেন, পাশে দাঁড়িয়েছেন । আমরা শুধু বই বিক্রি বা বুকস্টল দিয়ে কাজ শেষ করছি না । মানুষকে সচেতন করার কাজও করে চলেছি । সাড়াও পাচ্ছি ৷"

আরও পড়ুন : Ira Bose : মানসিক হাসপাতালে ভর্তি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর শ্যালিকা ইরা বসু

Last Updated : Oct 16, 2021, 11:26 AM IST

ABOUT THE AUTHOR

...view details