কলকাতা, 12 নভেম্বর : সীমান্ত নিয়ে রাজ্য প্রশাসনের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের বৈঠকে বিএসএফের পরিধি বিন্যাস নিয়ে আলোচনা হয়নি ৷ এমনটাই জানা গিয়েছে সরকারি সূত্র থেকে ৷ ওই সূত্রের দাবি, বৈঠকে সীমান্ত এলাকায় কাঁটাতার এবং ইন্টিগ্রেটেড চেকপোস্ট নিয়ে আলোচনা হয়েছে । এই নিয়ে কেন্দ্রের তরফে যে প্রেজেন্টেশন দেওয়া হয়, তা ত্রুটিপূর্ণ ছিল । রাজ্য সরকারের তরফ থেকে সেই ত্রুটি সংশোধন করে দেওয়া হয় ।
আরও পড়ুন :Union Home Secretary : শুরু হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের বৈঠক, বিএসএফের পরিসর বৃদ্ধিই মূল আলোচ্য
উল্লেখ্য, এদিন রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে 10টি সীমান্তবর্তী জেলার জেলাশাসক এবং পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন । নবান্নের তরফ থেকে জানানো হয়েছে, এই বৈঠক সীমান্তবর্তী এলাকার পরিকাঠামো এবং নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে । সীমান্তবর্তী এলাকায় এখনও সম্পূর্ণভাবে ফেন্সিং দেওয়ার কাজ সম্পূর্ণ করা যায়নি । এদিন সেই বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে । উভয় পক্ষই চায় এই কাজটি দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে । একইসঙ্গে সীমান্ত এলাকায় নিরাপত্তার খাতিরে সিসিটিভি বসানো প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা হয়েছে ।
আরও পড়ুন :Jagdeep Dhankhar-Amit Mitra : অমিতের কাছে বঙ্গে বিনিয়োগের হিসাব চাইলেন রাজ্যপাল