কলকাতা, 17 নভেম্বর : বিএসএফের (BSF) এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছে এই নিয়ে গতকালই বিধানসভায় প্রশ্ন তোলে শাসকদল । তার 24 ঘণ্টার মধ্যেই সাংবাদিক সম্মেলন করে বিএসএফের এডিজি ওয়াই বি খুরানিয়া বলেন, "আমরা আগেও গ্রেফতার বা আটক করতাম । এখনও করছি । কিন্তু আমরা কাউকে নিজেদের হেফাজতে রাখতে পারি না । যেকোন প্রকারের ঘটনায় ধৃতকে আটক বা গ্রেফতারের পর আমরা স্থানীয় প্রশাসনের হাতে তুলে দিই ।" বিএসএফের এক্তিয়ার নিয়ে রাজ্য সরকারের সেই অভিযোগকে নস্যাৎ করে এই বিবৃতি দিলেন বিএসএফের এডিজি ওয়াই বি খুরানিয়া ।
পাশাপাশি পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই কাজ করতে চায় বিএসএফ । বুধবার সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানালেন বিএসএফের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল (এডিজি) ওয়াই বি খুরানিয়া । এডিজি বলেন, "আমাদের সংস্থা কোনও তদন্তকারী সংস্থা নয় । আমাদের মূল লক্ষ্য অনুপ্রবেশ আটকানো । আমরা কখনওই রাজ্য পুলিশের কাজে হস্তক্ষেপ করতে চাই না । আমরা সবসময় চাই পুলিশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেই কাজ করতে ।"
গতকালই রাজ্য বিধানসভাতে বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির বিরুদ্ধে সরকারপক্ষ একটি প্রস্তাব আনে । সেই প্রস্তাব গৃহীত হয় । প্রস্তাবের পক্ষে ভোট পড়ে 112টি ও বিপক্ষে ভোট পড়ে 63টি । প্রস্তাবের উপর আলোচনা চলাকালীন তৃণমূল কংগ্রেস বিধায়ক উদয়ন গুহ একটি বিস্ফোরক অভিযোগ তোলেন । তিনি বলেন, "তল্লাশির নাম বিএসএফ জওয়ানরা বহু সময় মহিলাদের হেনস্থা করেন ।" এই নিয়ে উত্তাল হয় রাজ্য বিধানসভা । দিনহাটার তৃণমূল বিধায়কের সঙ্গে রীতিমতো বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিজেপি বিধায়ক মিহির গোস্বামী ৷ তারপর আজই বিএসএফ কর্তার এই সাংবাদিক সম্মেলন ।