কলকাতা, 15 জানুয়ারি : ঘাসফুল শিবিরে কল্যাণ বিতর্ক অব্যাহত (Trinamool Congress Inner Strife) ৷ এবার টুইট করলেন অভিষেকের তুতো ভাই ৷ লিখলেন, শ্রীরামপুর নতুন সাংসদ চায় ৷ তবে কি কল্যাণের বিরুদ্ধ শিবির স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের বারণ সত্ত্বেও কল্যাণ বিরোধী মনোভাব জারি রেখেছে? এবং তা কি ক্রমশ শক্তিশালী হচ্ছে প্রবীণ এই সাংসদের বিরুদ্ধে?
ইতিমধ্যেই শ্রীরামপুরের সাংসদ তোপের মুখে পড়েছেন কুণাল, অপরূপা পোদ্দারদের ৷ গতকাল আরামবাগের সাংসদ কল্যাণের পদত্যাগও দাবি করেছেন লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতকের পদ থেকে (Aparupa Criticises Kalyan) ৷ তাঁর বিরুদ্ধে ফেসবুকেও সরব হয়েছেন অপরূপা ৷ তরজা চলেছে কুণাল-কল্যাণেরও ৷ নেটমাধ্যমে তাঁদের কবিতা পোস্ট এবং তার পাল্টা পোস্ট দেখা গিয়েছে গতকাল ৷ কল্যাণকে আক্রমণ করেন মদনও ৷ দিনের শেষে সেই তরজায় নাম জুড়ল তৃণমূলের সর্বভারতীয় সাদারণ সম্পাদকের ভাইয়েরও ৷ শুক্রবার রাত 10.40 নাগাদ টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৃণমূল কংগ্রেসেরই অতি পরিচিত এক স্লোগানের ভঙ্গিতে আকাশ বন্দ্যোপাধ্যায় লেখেন, শ্রীরামপুর নতুন সাংসদ চায় ৷
শুক্রবার গোটা দিনটাই কেটেছে তরজায় ৷ শুরু হয়েছে সেই বৃহস্পতিবার বিকেল থেকে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের মেয়ে অদিতি গায়েন সাংসদের বিরুদ্ধে নিজের টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করেন ৷ অদিতি গায়েনের রি-টুইট করে সেই পোস্টে লেখা রয়েছে, "রাজনীতির জন্য মানুষ নয়, মানুষের জন্য রাজনীতি । তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য আজ সর্বজনবন্দিত । যারা ঈর্ষান্বিত হচ্ছেন, তারা বিশ্রাম নিন । নেতা তিনিই, যিনি মানুষের কথা বলেন । স্বার্থান্বেষী, ঈর্ষাকাতর যারা, তারা রাজনীতির অ-কল্যাণ !" তবে এতেই থেমে থাকেননি ৷ এই ইস্যুতে অদিতি টুইটারে আক্রমণ জারি রেখেছেন ৷