পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Kalyan Banerjee Controversy : শ্রীরামপুর নতুন সাংসদ চায়, কল্যাণের বিরুদ্ধে টুইট অভিষেকের ভাইয়ের

আক্রমণ শানানো অব্যাহত কল্যাণ বিরোধী শিবিরের (Trinamool Congress Inner Strife) ৷ গতকাল রাতে সেই তালিকায় যুক্ত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তুতো ভাই আকাশ ৷ নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, শ্রীরামপুর নতুন সাংসদ চায় ৷

Kalyan abhishek Strife
শ্রীরামপুর নতুন সাংসদ চায়

By

Published : Jan 15, 2022, 7:57 AM IST

কলকাতা, 15 জানুয়ারি : ঘাসফুল শিবিরে কল্যাণ বিতর্ক অব্যাহত (Trinamool Congress Inner Strife) ৷ এবার টুইট করলেন অভিষেকের তুতো ভাই ৷ লিখলেন, শ্রীরামপুর নতুন সাংসদ চায় ৷ তবে কি কল্যাণের বিরুদ্ধ শিবির স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের বারণ সত্ত্বেও কল্যাণ বিরোধী মনোভাব জারি রেখেছে? এবং তা কি ক্রমশ শক্তিশালী হচ্ছে প্রবীণ এই সাংসদের বিরুদ্ধে?

ইতিমধ্যেই শ্রীরামপুরের সাংসদ তোপের মুখে পড়েছেন কুণাল, অপরূপা পোদ্দারদের ৷ গতকাল আরামবাগের সাংসদ কল্যাণের পদত্যাগও দাবি করেছেন লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতকের পদ থেকে (Aparupa Criticises Kalyan) ৷ তাঁর বিরুদ্ধে ফেসবুকেও সরব হয়েছেন অপরূপা ৷ তরজা চলেছে কুণাল-কল্যাণেরও ৷ নেটমাধ্যমে তাঁদের কবিতা পোস্ট এবং তার পাল্টা পোস্ট দেখা গিয়েছে গতকাল ৷ কল্যাণকে আক্রমণ করেন মদনও ৷ দিনের শেষে সেই তরজায় নাম জুড়ল তৃণমূলের সর্বভারতীয় সাদারণ সম্পাদকের ভাইয়েরও ৷ শুক্রবার রাত 10.40 নাগাদ টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তৃণমূল কংগ্রেসেরই অতি পরিচিত এক স্লোগানের ভঙ্গিতে আকাশ বন্দ্যোপাধ্যায় লেখেন, শ্রীরামপুর নতুন সাংসদ চায় ৷

শুক্রবার গোটা দিনটাই কেটেছে তরজায় ৷ শুরু হয়েছে সেই বৃহস্পতিবার বিকেল থেকে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বোনের মেয়ে অদিতি গায়েন সাংসদের বিরুদ্ধে নিজের টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করেন ৷ অদিতি গায়েনের রি-টুইট করে সেই পোস্টে লেখা রয়েছে, "রাজনীতির জন্য মানুষ নয়, মানুষের জন্য রাজনীতি । তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য আজ সর্বজনবন্দিত । যারা ঈর্ষান্বিত হচ্ছেন, তারা বিশ্রাম নিন । নেতা তিনিই, যিনি মানুষের কথা বলেন । স্বার্থান্বেষী, ঈর্ষাকাতর যারা, তারা রাজনীতির অ-কল্যাণ !" তবে এতেই থেমে থাকেননি ৷ এই ইস্যুতে অদিতি টুইটারে আক্রমণ জারি রেখেছেন ৷

আরও পড়ুন : Aparupa Criticise Kalyan : কল্যাণকে ‘ঘরশত্রু বিভীষণ’ বলে তোপ অপরূপার, চিফ হুইপ পদে ইস্তফা দাবি

দলের শৃঙ্ঘলারক্ষা কমিটির নেতা পার্থ চট্টোপাধ্যায় কল্যাণ এবং তাঁর বিরোধী শিবিরের সঙ্গে কথা বলে বিষয়টি মেটানোর চেষ্টা করেন ৷ কিন্তু তাতে কাজ না হলে মমতা নিজে সাবধান করেন দু'পক্ষকে ৷ তবে তারপরও জারি রয়েছে তরজা ৷ অত তাড়াতাড়ি তা মিটবে বলেও মনে করছেন দলের অভিজ্ঞদের কেউ কেউ ৷ এখন দেখান তা কতদূর এগোয় ৷

আরও পড়ুন : Kunal-Kalyan Controversy : ‘চ্যাপ্টার ক্লোজ’ টুইট করে কল্যাণ বিতর্কে ইতি টানলেন কুণাল ?

ABOUT THE AUTHOR

...view details