পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

সরকারি স্তরে রাজ‍্যের প্রথম ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারি ক্লিনিক চালু মেডিকেলে - কলকাতা

গতকাল এই ক্লিনিক চালু হলেও কোরোনা সংক্রমণের জেরে কোনও অনুষ্ঠান করা হয়নি । প্রথম দিন ক্লিনিকে আট জন রোগী এসেছিলেন ।

ছবি
ছবি

By

Published : Sep 6, 2020, 11:24 AM IST

কলকাতা, 5 সেপ্টেম্বর : রাজ্যে প্রথম সরকারি হাসপাতালে চালু হল ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারি ক্লিনিক । এই ক্লিনিকে ব্রেস্ট কসমেটিক সার্জারির পরিষেবাও দেওয়া হবে । গতকাল থেকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে এর পথচলা শুরু হল ।

গতকাল এই ক্লিনিক চালু হলেও কোরোনা সংক্রমণের জেরে কোনও অনুষ্ঠান করা হয়নি । প্রথম দিন ক্লিনিকে আট জন রোগী এসেছিলেন । তবে প্রথমে আউটডোর বন্ধ থাকলেও পরে পরিষেবা চালু হয় ৷ এদিকে এখনও লোকাল ট্রেন চালু না হওয়ার কারণে অনেক রোগী আসতে পারছেন না । তাই লোকাল ট্রেন চালু হলে যে হাসপাতালে ফের রোগীর চাপ বাড়বে সেই ভাবনা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসকরা ৷ লোকাল ট্রেন চালু হলে ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারি ক্লিনিকে প্রতিদিন অন্তত 60-70 জন রোগী হবে বলে মনে করছেন ক্লিনিকের ইনচার্জ চিকিৎসক ধৃতিমান মৈত্র । তিনি বলেন, "আপাতত এখন প্রতি শনিবার আমাদের এই ক্লিনিকের পরিষেবা চালু থাকবে । হাসপাতালের পরিষেবা স্বাভাবিক হলে আমাদের এই ক্লিনিকের পরিষেবাও তখন প্রতি শনিবারের পাশাপাশি প্রতি মঙ্গলবার দেওয়ার পরিকল্পনা রয়েছে ।"

এদিকে এরাজ্যে সরকারি স্তরে শুধুমাত্র এই প্রথম ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারি ক্লিনিক চালু হল তা নয়, এরাজ‍্যের প্রথম কোনও চিকিৎসক-ও ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারিতে M.Ch ডিগ্রি অর্জন করলেন । বাঙালি হিসেবেও তিনি এই প্রথম । চিকিৎসক ধৃতিমান মৈত্রকেই কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারি ক্লিনিকের ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে ।

SSKM হাসপাতালে ব্রেস্ট ক্লিনিক চালু রয়েছে । কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালেও ২০১৫-তে চালু করা হয়েছিল ব্রেস্ট ক্লিনিক । সার্জারি বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে তিনি তখন এই ক্লিনিকে পরিষেবা দিতেন । ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারিতে M.Ch ডিগ্রি অর্জনের জন্য 2017 সালে দিল্লির AIIMS-এ চলে যান । এদিকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের তৎকালীন সার্জারি বিভাগের প্রধান চিকিৎসক অবসর গ্রহণ করেন । এখানকার অন্য এক চিকিৎসক বদলি হয়ে চলে যান অন্য হাসপাতালে । এর ফলে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের ওই ব্রেস্ট ক্লিনিকের পরিষেবা তখন কার্যত বন্ধ হয়ে যায় ।

সেই সময় কলকাতায় ফিরে আসেন চিকিৎসক ধৃতিমান মৈত্র । 20 অগাস্ট থেকে তিনি আবার কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে যোগ দেন । এখানকার ব্রেস্ট ক্লিনিককে ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারি ক্লিনিক হিসেবে চালুর কথা বলেন তিনি । ক্লিনিক চালুর জন্য সম্মতি দেয় কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ । এরপরই গতকাল চালু হয় কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের এই ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারি ক্লিনিকের পরিষেবা ।

ধৃতিমান মৈত্র বলেন, "সরকারি স্তরে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের এই ক্লিনিক রাজ্যের প্রথম ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারি ক্লিনিক । অন্যান্য স্পেশালিটি বিভাগ এরাজ‍্যে সরকারি স্তরে রয়েছে। কিন্তু ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারির বিভাগ নেই । এই ক্ষেত্রে জেনারেল সার্জারির অথবা সার্জিক্যাল অঙ্কোলজির কোনও চিকিৎসককে পরিষেবা দিতে হয় । যেহেতু সব স্পেশালিটি বিভাগ রয়েছে এবং দেশে এই বিষয়েরর উপর পড়ানোও হচ্ছে, এই কারণে সরকারি স্তরে পুরোদমে এই স্পেশালিটি বিভাগের পরিষেবা চালু করতে চেয়েছি ।"

ABOUT THE AUTHOR

...view details