কলকাতা, 28 জুলাই:পাউরুটি খায় না এমন লোক খুঁজে পাওয়া দায়(Legal Metrology Department Visit Bakery)৷ গৃহস্থ বাড়িতে চটজলদি খিদে মেটাতে বা স্কুল-কলেজ-অফিসে টিফিনে বরাবরই ভরসার জায়গা ব্রেড বা পাউরুটি ৷ পাউরুটির রকমারি আইটেম পছন্দ করেন সকলেই ৷ ব্রেকফাস্টে জ্যাম পাউরুটি থাকলে তো কথাই নেই ৷ কিন্তু পাউরুটি কেনার সময় ওজন বা কী পরিবেশে সেটি তৈরি হয়েছে তা খতিয়ে দেখেন না কেউই ৷ এমনকি তা মেয়াদ উত্তীর্ণ কি না তাও অনেক সময় দেখি না ৷ রাজ্যের একাধিক বেকারিতে অভিযান চালিয়ে বেশ কিছু তথ্য প্রকাশ করেছে লিগ্যাল মেট্রোলজি বিভাগ ৷ যদিও এই তথ্যে উদ্বেগের কিছু নেই বলেই জানিয়েছেন আধিকারিকরা ৷
গত মাসে রাজ্য বিধানসভায় অধিবেশন চলাকালীন শাসকদলের এক বিধায়ক পাউরুটি নিয়ে প্রশ্ন তুলেছিলেন । অভিযোগের সুরে তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি উল্লেখ করেন, কলকাতা-সহ একাধিক এলাকার বেকারি শিল্পে নিয়ম মানা হচ্ছে না । বিশেষত প্যাকেজিং সংক্রান্ত লিগ্যাল মেট্রোলজি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কম ওজনে ব্রেড বা পাউরুটি উৎপাদন করা হচ্ছে । প্যাকেজিংয়ের কোনও নিয়ম মানা হচ্ছে না । এরপরে নড়েচড়ে বসে রাজ্য ৷ ক্রেতা সুরক্ষা দফতরকে তদন্তের নির্দেশ দেন রাজ্যের সিনিয়র স্পেশাল সচিব ৷ সেই নির্দেশ অনুসারে রাজ্যজুড়ে দুই সপ্তাহের বেশি সময়ে 455টি বেকারি কারখানায় অভিযান চলে । যার মধ্যে রয়েছে উত্তর 24 পরগনার 44টি, হুগলির 37টি ও বীরভূমের 35টি কারখানা ৷
আরও পড়ুন: মিড-ডে মিলের চালে পোকা, টিকটিকির মল ! বিক্ষোভ দেগঙ্গায়