কলকাতা, 15 মার্চ: নিউ কয়লাঘাট ভবনের বিধ্বংসী আগুনে প্রাণ হারিয়েছেন অস্থায়ী দমকলকর্মী অনিরুদ্ধ জানা । প্রাক্তনীর স্মরণে এবং সম্মানে তাঁর নামে সাহসিকতা পুরস্কার চালু করছে গভর্নমেন্ট স্পনসর্ড মাল্টিপারপাস স্কুল ফর বয়েজ় টাকি হাউজ়ের প্রাক্তনীদের সংগঠন ‘টিব্যাক’ (TBAAK)। পাশাপাশি, অনিরুদ্ধ জানার মৃত্যু থেকে বর্তমান পড়ুয়াদের শিক্ষা দিতে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও করছে স্কুল কর্তৃপক্ষ।
গভর্নমেন্ট স্পনসর্ড মাল্টিপারপাস স্কুল ফর বয়েজ় টাকি হাউজ়ের একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ সম্পূর্ণ করেছিলেন অনিরুদ্ধ জানা । 2009 সালে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হন ওই স্কুল থেকেই । প্রাক্তনীর এই মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর 9 মার্চ স্কুলে শোক পালন ও স্মরণসভা করা হয় কর্তৃপক্ষের তরফে । তখন থেকেই স্কুল কর্তৃপক্ষ ভাবনাচিন্তা শুরু করেছিল কীভাবে অনিরুদ্ধকে শ্রদ্ধা জানানো যায় ! এরপর টাকি হাউজের প্রাক্তনীদের সংগঠন ‘টিব্যাক’-র তরফে স্কুলের কাছে প্রস্তাব আসে, অনিরুদ্ধের নামে একটি সাহসিকতা পুরস্কার চালু করা হোক । প্রাক্তনীদের সেই প্রস্তাব গ্রহণ করেছে স্কুল কর্তৃপক্ষ।
‘টিব্যাক’-এর সাধারণ সম্পাদক পার্থসারথি সাহা বলেন, ‘‘আমরা স্কুলের সঙ্গে কথা বলেছি । একটা কমিটি তৈরি করা হচ্ছে । যেখানে স্কুলের প্রতিনিধিরা থাকবেন এবং আমরা প্রাক্তনীরাও থাকব। প্রতি বছর একজনের নাম এই কমিটি সুপারিশ করবে আমাদের কাছে । তাঁকে সাহসিকতার জন্য পুরস্কার দেওয়া হবে । বিভিন্ন ক্ষেত্রে সাহসী মনোভাব দেখানোর জন্য এই পুরস্কার দেওয়া হবে ৷ একজন ছাত্রের মাথা ফেটে গেল, তাঁর মাথায় রুমাল বেঁধে দিল আরেক ছাত্র । নিচু ক্লাসের এক পড়ুয়ার কাছে সেটাও এক ধরণের সাহসিকতা ৷ সেটা কমিটি সিদ্ধান্ত নেবে ৷ এই পুরস্কারের জন্য বর্তমান বা প্রাক্তনীদের মধ্যে কারোর নাম সুপারিশ করা হবে । কমিটির সুপারিশের ভিত্তিতে প্রতি বছর আমরা অনিরুদ্ধের নামে একটা করে পুরস্কার দেব।’’
মাল্টিপারপাস স্কুল ফর বয়েজ় টাকি হাউজ়ের প্রধান শিক্ষিকা এবং ‘টিব্যাক’-এর সভাপতি স্বাগতা বসাক বলেন, ‘‘অনিরুদ্ধ তো খুবই এগিয়ে যাওয়া ছেলে । ও সব কাজে ঝাঁপিয়ে পড়ত । ওর মতো ছেলেকে এত কম বয়সে খোয়ালাম, এটা খুবই বড় ক্ষতি। ওর স্মৃতিতে আমাদের কিছু করা উচিত। তাই আমরা সাহসিকতা পুরস্কারের কথা ভেবেছি। এখনও পর্যন্ত আমাদের স্কুলের পড়ুয়াদের মধ্যেই একজন করে বেছে নেওয়া হবে বলে ভাবা হয়েছে। তবে, আমরা ভাবছি অন্য স্কুলের বাচ্চাদের মধ্যেও যদি কেউ সাহসিকতার পরিচয় দেয়, তাহলে তাঁকে সাহসিকতার পুরস্কার দেওয়া যেতে পারে। এনিয়ে আলোচনা চলছে।’’