কলকাতা, 30 অগস্ট : ত্রিপুরা এখন ‘‘ভ্যালি অফ ফিয়ার্স’’-এ (আতঙ্কের উপত্যকা) পরিণত হয়েছে ৷ এর জন্য দায়ী কেবলমাত্র বিজেপি ৷ তবে মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee) যদি একবার ত্রিপুরায় গিয়ে দাঁড়ান, সেখানে সুনামি নামবে ৷ তৃণমূলের পক্ষে উপচে পড়বে জন সমর্থন ৷ দলে নবাগত তন্ময় ঘোষকে (Tanmay Ghosh) পাশে বসিয়ে সোমবার এমনটাই দাবি করেন রাজ্য়ের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) ৷ প্রসঙ্গত, এদিনই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ ৷ তাঁর হাতে দলের পতাকা তুলে দেন ব্রাত্য ৷
আরও পড়ুন :Tanmay Ghosh: গেরুয়া শিবিরে বড় ভাঙন, তৃণমূলে যোগ দিলেন বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক
চব্বিশের লোকসভা নির্বাচনের আগে তেইশে ত্রিপুরার বিধানসভা ভোটকেই পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস ৷ দফায় দফায় সে রাজ্যে যাচ্ছেন তৃণমূলের নেতা, কর্মীরা ৷ এমনকী, ত্রিপুরায় বেশ কয়েকবার হামলার মুখেও পড়তে হয়েছে তাঁদের ৷ হামলার শিকার হতে হয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কেও (Abhishek Banerjee) ৷ লাঠির ঘা মারা হয়েছে তাঁর গাড়িতেও ৷ ব্রাত্যর অভিযোগ, হতাশা থেকেই এসব করছে বিজেপি ৷ একুশের ভোটে বাংলা দখল করতে চেয়েছিল তারা ৷ সেই আশায় জল ঢেলে দিয়েছে বাংলার মানুষই ৷ আর তাতেই ক্ষেপে গিয়ে প্রতিহিংসার রাজনীতি করছে বিজেপি ৷