কলকাতা, 21 মে : বাতিল হল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের লন্ডন সফর (Bratya Basu and Firhad Hakim Cancelled Their London Trip) ৷ সেই সঙ্গে শিক্ষা সচিব মণীশ জৈনের লন্ডন সফরও বাতিল করা হয়েছে ৷ শনিবারই তাঁদের লন্ডন সফরে যাওয়ার কথা ছিল ৷ শিক্ষা দফতর সূত্রে খবর, আপাতত বিদেশ সফরের ভাবনা থেকে সরে এসেছেন শিক্ষামন্ত্রী এবং শিক্ষা সচিব ৷ ফিরহাদ হাকিমও তাঁর এ দিনের সফর বাতিল করেছেন ৷
প্রসঙ্গত, বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনের সময় মুখ্যমন্ত্রী নিজেই ব্রিটেনের প্রতিনিধিদলের আমন্ত্রণ গ্রহণ করেছিলেন ৷ রাজ্যের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রীর লন্ডন যাওয়ার কথা ঘোষণা করেছিলেন ৷ রবিবার এবং সোমবার লন্ডনে একটি শিল্প সম্মেলনের আয়োজন করা হয়েছে ৷ সেখানে শিক্ষা সংক্রান্ত একটি আলোচনা সভায় যোগ দেওয়ার কথা ছিল ব্রাত্য বসুর এবং রাজ্যের শিক্ষা সচিব মণীশ জৈনের ৷ একইভাবে পরিবহন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার উদ্দেশ্যে লন্ডনে যাওয়ার কথা ছিল ফিরহাদ হাকিমের ৷
কয়েকবছর আগে মুখ্যমন্ত্রী নিজের চোখে লন্ডন সফরে গিয়ে সেখানকার পরিবহণ ব্যবস্থা দেখে এসেছিলেন ৷ তখন মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন তৎকালীন পরিবহণ সচিব তথা রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ৷ লন্ডনের আদলে কলকাতার পরিবহণ ব্যবস্থাকে সাজানোর নির্দেশ দেন তিনি ৷ কিন্তু, আসল কাজ এখনও বাকি রয়েছে ৷ মূলত ফিরহাদ হাকিমের এই সফর ছিল রথ দেখা কলা বেচার মতো ৷ তা সত্ত্বেও এমন একটি গুরুত্বপূর্ণ সফর কেন বাতিল করলেন রাজ্যের দুই মন্ত্রী ? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন ৷