কলকাতা, মে 13 :জীবিতকালে মরণোত্তর দেহদান এবং অঙ্গদান নিয়ে আন্দোলন ছিল তাঁর একমাত্র ধ্যানজ্ঞান । মানুষকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্য তিনি প্রাণপাত করেছেন । মানুষকে মরণোত্তর দেহদান এবং অঙ্গদানে সচেষ্ট করতে সৃষ্টি করেছিলেন ‘গণদর্পন’ নামের স্বেচ্ছাসেবী সংস্থা । কিন্তু কালান্তক করোনার দ্বিতীয় ঢেউ কেড়ে নিল তাঁর প্রাণ । তিনি স্বনামধন্য ব্রজ রায় ।
আজ সকাল 10.45 নাগাদ এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় তাঁর । কিছুদিন আগেই প্রবল শ্বাসকষ্ট এবং অন্যান্য শারীরিক অসুবিধা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন তিনি । করোনা পরিক্ষা করা হয় তাঁর এবং রিপোর্ট পজিটিভ আসে । অবশেষে বৃহস্পতবার সকালে তাঁর অসংখ্য অনুগামীদের কাঁদিয়ে তিনি পরলোকগমন করলেন ।