কলকাতা, 16 জানুয়ারি : বাবার লিভারে গুরুতর সমস্যা ৷ ডাক্তার আগেই বলে দিয়েছে, লিভার প্রতিস্থাপনই একমাত্র উপায় ৷ কলকাতা থেকে দিল্লি, তারপর বেঙ্গালুরু ৷ ভালো চিকিৎসার জন্য কোথায় কোথায় না ঘোরা হয়েছে বসিরহাটের রঞ্জিত কুণ্ডুকে নিয়ে । কিন্তু সব জায়গাতেই একটাই উত্তর মিলেছে ৷ লিভার প্রতিস্থাপন না করলে বাঁচানো যাবে না ৷ শুরু হয় লিভারের খোঁজ । কিন্তু প্রতিস্থাপন করার মতো লিভার কোথায় ? শেষে নিজের লিভারের অংশ দিয়েই বাবাকে সুস্থ করে তুলল বছর উনিশের রাজ ৷
বছর দুয়েক আগে বসিরহাটের বাসিন্দা রঞ্জিতবাবুর লিভারে সমস্যা ধরা পড়ে । ডাক্তাররা জানিয়েছিলেন, লিভার প্রতিস্থাপন করা ছাড়া অন্য কোনও উপায় নেই । রঞ্জিতবাবুর ছেলে রাজ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলায় স্নাতকের ছাত্র । বাবাকে যে ভাবেই হোক সুস্থ করতে হবে বলে মনে মনে প্রতিজ্ঞা করেছিল রাজ ৷ বাবাকে বাঁচাতে না পারলে আত্মহত্যা করবে বলেও পরিবারে জানিয়েছিল সে ৷ কোথাও যখন লিভার মিলছে না, তখন নিজের লিভারের একটি অংশ দিয়ে বাবাকে সুস্থ করার সিদ্ধান্ত নেয় সে ৷