পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

লিভারের অর্ধেকেরও বেশি দিয়ে বাবাকে বাঁচাল উনিশের যুবক - Boy donates liver for father

বছর দুয়েক আগে বসিরহাটের বাসিন্দা রঞ্জিত কুণ্ডুর লিভারে সমস্যা ধরা পড়ে । ডাক্তাররা জানিয়েছিলেন, লিভার প্রতিস্থাপন করা ছাড়া অন্য কোনও উপায় নেই । রঞ্জিতবাবুর ছেলে রাজ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলায় স্নাতকের ছাত্র । বাবাকে যে ভাবেই হোক সুস্থ করতে হবে বলে মনে মনে প্রতিজ্ঞা করেছিল রাজ ৷ বাবাকে বাঁচাতে না পারলে আত্মহত্যা করবে বলেও পরিবারে জানিয়েছিল সে ৷ কোথাও যখন লিভার মিলছে না, তখন নিজের লিভারের একটি অংশ দিয়ে বাবাকে সুস্থ করার সিদ্ধান্ত নেয় সে ৷

Liver Transplant
রঞ্জিত কুণ্ডু ও রাজ কুণ্ডু

By

Published : Jan 16, 2020, 11:55 PM IST

কলকাতা, 16 জানুয়ারি : বাবার লিভারে গুরুতর সমস্যা ৷ ডাক্তার আগেই বলে দিয়েছে, লিভার প্রতিস্থাপনই একমাত্র উপায় ৷ কলকাতা থেকে দিল্লি, তারপর বেঙ্গালুরু ৷ ভালো চিকিৎসার জন্য কোথায় কোথায় না ঘোরা হয়েছে বসিরহাটের রঞ্জিত কুণ্ডুকে নিয়ে । কিন্তু সব জায়গাতেই একটাই উত্তর মিলেছে ৷ লিভার প্রতিস্থাপন না করলে বাঁচানো যাবে না ৷ শুরু হয় লিভারের খোঁজ । কিন্তু প্রতিস্থাপন করার মতো লিভার কোথায় ? শেষে নিজের লিভারের অংশ দিয়েই বাবাকে সুস্থ করে তুলল বছর উনিশের রাজ ৷

বছর দুয়েক আগে বসিরহাটের বাসিন্দা রঞ্জিতবাবুর লিভারে সমস্যা ধরা পড়ে । ডাক্তাররা জানিয়েছিলেন, লিভার প্রতিস্থাপন করা ছাড়া অন্য কোনও উপায় নেই । রঞ্জিতবাবুর ছেলে রাজ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলায় স্নাতকের ছাত্র । বাবাকে যে ভাবেই হোক সুস্থ করতে হবে বলে মনে মনে প্রতিজ্ঞা করেছিল রাজ ৷ বাবাকে বাঁচাতে না পারলে আত্মহত্যা করবে বলেও পরিবারে জানিয়েছিল সে ৷ কোথাও যখন লিভার মিলছে না, তখন নিজের লিভারের একটি অংশ দিয়ে বাবাকে সুস্থ করার সিদ্ধান্ত নেয় সে ৷

SSKM হাসপাতালে আজ ভোর পাঁচটা থেকে শুরু হয় এই লিভার প্রতিস্থাপন প্রক্রিয়া । নিজের লিভারের 65.7 শতাংশ অংশ বাবাকে দিয়েছে রাজ ৷ অপারেশন শেষ হয় সন্ধ্যায় । সফলভাবে লিভার প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা । বাবা ও ছেলে, দু'জনের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে ।

রোগীর ভাই জয়ন্ত কুণ্ডু বলেন, "দাদার লিভার প্রতিস্থাপনের জন্য আমরা সব জায়গায় ঘুরেছি । কোথাও লিভার পাইনি । আমার ভাইপো একা একা অনেক ডাক্তারের কাছে গেছে । ইন্টারনেটেও খোঁজ নিয়েছে । শেষ পর্যন্ত ভাইপো বলে, ও-ই দান করবে ওর লিভারের অংশ ।"

ABOUT THE AUTHOR

...view details