পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বউবাজারে ফের শুরু ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ - বৌবাজার থেকে শিয়ালদা পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রো

প্রথমে ধস পরে লকডাউনের জেরে দীর্ঘদিন বন্ধ ছিল বউবাজারের ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ। আজ লকডাউনের জেরে আগের তুলনায় কম সংখ্যক কর্মী নিয়েই শুরু হল মেট্রো সুড়ঙ্গের খনন কাজ।

east west metro
east west metro

By

Published : Jun 20, 2020, 12:14 AM IST

কলকাতা, 19 জুন : দীর্ঘ সময় বন্ধ থাকার পর ফের চালু হল ইস্ট ওয়েস্ট মেট্রোর বউবাজারের কাজ। প্রথমে বউবাজার অঞ্চলে ধস তারপর লকডাউনের জেরে দীর্ঘদিন বন্ধ থাকার পর শুক্রবার থেকে ফের চালু হল ইস্ট ওয়েস্ট মেট্রোর বউবাজার-শিয়ালদহ সুড়ঙ্গ খননের কাজ। গত বছর সেপ্টেম্বর মাসে বউবাজারের সুড়ঙ্গের কাজ চলাকালীন ওই অঞ্চল ও তার সংলগ্ন অঞ্চলে ধস নামে। গুড়িয়ে যায় বহু বাড়ি। ক্ষতিগ্রস্তও হয় বহু। গৃহহীন হয়ে পড়েন অনেকেই। এরপর কলকাতা হাই কোর্টের নির্দেশ ওই সুড়ঙ্গের কাজ স্থগিত রাখা যায়। অনেক টানাপোড়েন ও আইনী জট কাটিয়ে সুড়ঙ্গের কাজ শুরু হওয়ার অনুমতি মিললেও লকডাউনের জেরে আর কাজ শুরু করা যায়নি।

এবার লকডাউন পর সরকারি স্বাস্থ্যবিধি মেনেই চলছে সুড়ঙ্গের ভেতরের কাজ। লকডাউন ও সামাজিক দূরত্ববিধি মেনে কাজ চালু হয়েছে বলে আগের চেয়ে কম সংখ্যক কর্মী কাজ করছেন সুড়ঙ্গের ভেতরে। এর ফলে যে দ্রুততার সঙ্গে কাজ শেষ হওয়ার কথা ছিল তা হচ্ছে না। মনে করা হচ্ছে, যে 800 মিটার কাজ অসম্পূর্ণ রয়েছে তা শেষ করতে 3 থেকে 4 মাস সময় লেগে যেতে পারে।

অন্যদিকে, কর্মীরা স্বাস্থ্য বিধি মেনে মাস্ক, গ্লাভস, শু কভার ও অন্য সতর্কতা মেনেই কাজ করছেন। যদিও বিশেষজ্ঞরা আগেই জানিয়েছেন যে, এবারে কাজ শুরু করার আগে বিশেষজ্ঞ কমিটির পরামর্শ মতো বিভিন্ন পরীক্ষা করেই কাজ শুরু করা হচ্ছে। তবুও সামান্যতম সমস্যাও যাতে এবার না হয় তাই যথেষ্ট সতর্কতা ও নিরাপত্তা বজায় রেখেই কাজ চলছে। কোনরকম তাড়াহুড়ো করা হচ্ছে না। তবে আর দু-একদিনের মধ্যেই পুরোদমে খনন কাজ শুরু হয়ে যাবে বলে জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড এর আধিকারিকরা।

যে সুড়ঙ্গে ধস নেমেছিল সেখানে এখনও আটকে রয়েছে টানেল বোরিং মেশিন চন্ডী (TBM 1)। তাই নয়া সুড়ঙ্গটি খননের কাজ করছে উর্বি (TBM 2)। এই TBM টিকে আরও উন্নত করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্তরে নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। এর আগে ডিসেম্বর মাসে ও লকডাউনের কিছুদিন আগেই TBM 2-কে পরীক্ষামূলকভাবে প্রায় 5 থেকে 6 মিটার পর্যন্ত এগোনো হয়েছিল।

ABOUT THE AUTHOR

...view details