কলকাতা, 19 জুন : দীর্ঘ সময় বন্ধ থাকার পর ফের চালু হল ইস্ট ওয়েস্ট মেট্রোর বউবাজারের কাজ। প্রথমে বউবাজার অঞ্চলে ধস তারপর লকডাউনের জেরে দীর্ঘদিন বন্ধ থাকার পর শুক্রবার থেকে ফের চালু হল ইস্ট ওয়েস্ট মেট্রোর বউবাজার-শিয়ালদহ সুড়ঙ্গ খননের কাজ। গত বছর সেপ্টেম্বর মাসে বউবাজারের সুড়ঙ্গের কাজ চলাকালীন ওই অঞ্চল ও তার সংলগ্ন অঞ্চলে ধস নামে। গুড়িয়ে যায় বহু বাড়ি। ক্ষতিগ্রস্তও হয় বহু। গৃহহীন হয়ে পড়েন অনেকেই। এরপর কলকাতা হাই কোর্টের নির্দেশ ওই সুড়ঙ্গের কাজ স্থগিত রাখা যায়। অনেক টানাপোড়েন ও আইনী জট কাটিয়ে সুড়ঙ্গের কাজ শুরু হওয়ার অনুমতি মিললেও লকডাউনের জেরে আর কাজ শুরু করা যায়নি।
এবার লকডাউন পর সরকারি স্বাস্থ্যবিধি মেনেই চলছে সুড়ঙ্গের ভেতরের কাজ। লকডাউন ও সামাজিক দূরত্ববিধি মেনে কাজ চালু হয়েছে বলে আগের চেয়ে কম সংখ্যক কর্মী কাজ করছেন সুড়ঙ্গের ভেতরে। এর ফলে যে দ্রুততার সঙ্গে কাজ শেষ হওয়ার কথা ছিল তা হচ্ছে না। মনে করা হচ্ছে, যে 800 মিটার কাজ অসম্পূর্ণ রয়েছে তা শেষ করতে 3 থেকে 4 মাস সময় লেগে যেতে পারে।