সোমবার পর্যন্ত অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে, বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গেও
আগামী 48 ঘন্টায় উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা । কলকাতাতেও বিকেলের পর হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ দু'এক পশলা বৃষ্টি ।
সোমবার পর্যন্ত অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে,বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গেও
কলকাতা,৩ জুলাই : উত্তরবঙ্গে আগামী কয়েকদিনেবৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে চলেছে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে,সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গেরজেলাগুলোতে । জলপাইগুড়ি,কোচবিহার,আলিপুরদুয়ারে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টিরসম্ভাবনা ।
রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটিজেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । জানা গিয়েছে,মৌসুমী অক্ষরেখা অতিমাত্রায় সক্রিয়রয়েছে । যার প্রভাবে আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গ সহদক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ।
রবি ও সোমবারকলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । কলকাতায় আজ সকাল থেকেআকাশ আংশিক মেঘলা রয়েছে । বিকেলের পর বজ্রবিদ্যুৎসহ দু'এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে । গত24ঘন্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রাছিল38.7ডিগ্রি সেলসিয়াস যাস্বাভাবিকের থেকে6ডিগ্রি বেশি ।সর্বনিম্ন তাপমাত্রা ছিল28.5ডিগ্রিসেলসিয়াস যা স্বাভাবিকের থেকে2ডিগ্রি বেশি ।