কলকাতা, 20 জুন: রাজ্যে ক্রমশ ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ ৷ এই পরিস্থিতিতে সংক্রমণ কামাতে বাধ্যতামূলক টিকা ৷ তবে নাগরিকদের মধ্যে বুস্টার ডোজের প্রতি অনীহা দেখা যাচ্ছে ৷ কখনও বা রাজ্যবাসী বুস্টার ডোজ নিয়েও সংশয় প্রকাশ করছেন ৷ স্পুটনিক নেওয়ার পরেও কি বুস্টার ডোজ নেওয়া যাবে ? তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে ৷ চিকিৎসকদের কথায় স্পুটনিক নিলেও বুস্টার ডোজ নিতে কোনও বাধা নেই (Sputnik V Vaccine) ৷
কলকাতা পৌরসভার সূত্রে খবর, সংক্রমণের তালিকায় প্রথমেই রয়েছে কলকাতা । পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই বাধ্যতামূলক হোক বুস্টার ডোজ ৷ পৌরসভা প্রকাশিত পরিসংখ্যান অনুয়ায়ী 4 লাখ 3 হাজার 844 জন নাগরিক বুস্টার ডোজ নিয়েছেন। তার মধ্যে 60 বছর বয়সি বা তার ঊর্ধ্বে টিকা নিয়েছেন 2 লাখ 85 হাজার 94 জন। 53 হাজার 56 জন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা বুস্টার নিয়েছেন ৷ প্রথম সারির করোনা যোদ্ধাদের মধ্যে 65 হাজার 694 জন টিকা নিয়েছেন। তবে এই ভ্যাকসিন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই জানাচ্ছেন চিকিৎসকরা (Booster Dose Can be Taken After Sputnik)।