পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

স্মরণে মাতৃভাষা দিবস, রাজ্যে প্রথম 'একুশের বই উৎসব'

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কলকাতায় বইমেলা শুরু হচ্ছে। যোধপুর পার্কে আয়োজিত এই মেলার নাম দেওয়া হয়েছে 'একুশের বই উৎসব' । মেলা চলবে 21 থেকে 28 ফেব্রুয়ারি।

book sellers guild to organize book fair on bhasa divas
স্মরণে মাতৃভাষা দিবস, রাজ্যে প্রথম 'একুশের বই উৎসব'

By

Published : Feb 19, 2021, 7:58 AM IST

কলকাতা, 19 ফেব্রুয়ারি:এ বার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কলকাতায় প্রথমবার অনুষ্ঠিত হতে চলেছে একটি বইমেলা । পাবলিশার্স অ্যান্ড বুকসেলারস গিল্ড ও কেএমডিএ-এর যৌথ প্রয়াসে যোধপুর পার্কে আয়োজিত হবে 'একুশের বই উৎসব' ।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে স্মরণীয় করে রাখতেই এই অভিনব উদ্যোগ । বইমেলাটির উদ্বোধন হবে 21 ফেব্রুয়ারি। দক্ষিণ কলকাতার তালতলা মাঠে বই মেলাটি চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর 2টো থেকে রাত 9 টা পর্যন্ত মেলা চলবে।

গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় জানিয়েছেন যে, বর্তমান সময়ে সাহিত্য, সংস্কৃতি ও নিজেদের মাতৃভাষাকে বাঁচিয়ে রাখার একটা প্রয়োজন হয়ে উঠেছে। মাতৃভাষাযকে বাঁচিয়ে রাখার জন্য যাঁরা নিজেদের প্রাণ বিপন্ন করেছেন, তাঁদের উদ্দেশে শ্রদ্ধা জানিয়েই এই একুশে বই উৎসব অনুষ্ঠিত হতে চলেছে ।

আরও পড়ুন:ভাষা স্মারক তৈরির আগে মৃত্যু কাউন্সিলরের, স্বপ্নপূরণের অঙ্গীকার বারাসতের ওয়ার্ডে

মেলায় থাকছে বাংলা ভাষা চর্চা, বাংলা ভাষার জন্য সংগ্রাম, বাংলা সাহিত্য, সংস্কৃতি নিয়ে বিতর্ক ও আলোচনা সভা । এ ছাড়া প্রতিদিন সন্ধ্যায় থাকছে বাংলা গান, আবৃত্তি ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এ পার বাংলার পাশাপাশি বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে থাকছে ওপার বাংলার স্টলও। থাকবে ইংরেজি বইয়ের প্রকাশকদের স্টল ।

ABOUT THE AUTHOR

...view details