পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

গড়িয়া স্টেশন চত্বরেই আচমকা বিস্ফোরণ, কেঁপে ওঠল গোটা এলাকা - Bomb Blast near Garia Station

আচমকা বিস্ফোরণ নির্মীয়মাণ বাড়িতে। গুরুতর জখম বেশ কয়েকজন শ্রমিক। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের কলকাতার একটি বেসরকারি হসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

গড়িয়া স্টেশন চত্বরেই আচমকা বিস্ফোরণ, কেঁপে ওঠল গোটা এলাকা
গড়িয়া স্টেশন চত্বরেই আচমকা বিস্ফোরণ, কেঁপে ওঠল গোটা এলাকা

By

Published : Feb 12, 2021, 10:53 PM IST

গড়িয়া, 12 ফেব্রুয়ারি : আচমকা বিস্ফোরণ নির্মীয়মাণ বাড়িতে। গুরুতর জখম বেশ কয়েকজন শ্রমিক। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের কলকাতার একটি বেসরকারি হসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গড়িয়া স্টেশনের পাশেই একটি জায়গায় বাড়ি নির্মাণ হচ্ছিল। সেখানে কাজ করছিলেন বেশ কয়েকজন শ্রমিক। সেখানেই বিস্ফোরণ ঘটে৷

পুলিশের অনুমান, কর্মরত শ্রমিকরা বোমা বলে বুঝতেই পারেননি শ্রমিকরা। সুতোলির দড়ির বল ভেবে হয়তো হাত দেওয়ার চেষ্টা করেছিলেন। হাত দেওয়ার সময় বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ছিটকে পড়েন শ্রমিকরা।

আরও পড়ুন :জোর করে স্কুল বন্ধ করতে চাওয়ায় প্রধান শিক্ষিকার সঙ্গে বচসা বনধ সমর্থকদের

স্থানীয়রা খবর দেয় নরেন্দ্রপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার পুলিশ৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। ব্যস্ততম এলাকায় কীভাবে বোমা এল, তা এখনও স্পষ্ট নয়। বোমা আগে থেকেই সেখানে মজুত ছিল, নাকি কেউ ফেলে রেখে গিয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে জনবহুল এলাকায় এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত স্থানীয়রা।

ABOUT THE AUTHOR

...view details