কলকাতা, 22 অগস্ট: খাস কলকাতায় বোমা বিস্ফোরণ (Beleghata Bomb Blast)। গোয়েন্দাদের অনুমান, সকেট বোমা ফেটে এই বিপত্তি । বেলেঘাটা থানা এলাকার ঘটনা । জানা গিয়েছে, বেলেঘাটা থানা এলাকায় একটি নির্মাণের কাজ চলছিল ৷ সেখানে শ্রমিকরা মাটি খুঁড়তেই আচমকা বিকট শব্দ শুনতে পান এলাকার বাসিন্দারা । সঙ্গে সঙ্গে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে দেখেন দুজন শ্রমিক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন । জানা গিয়েছে, একজন শ্রমিকের ডান হাত উড়ে গিয়েছে (Bomb blast at Beleghata)।
খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হন বেলেঘাটা থানা এবং কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা । ঘটনাস্থলে যান ফরেন্সিক বিশেষজ্ঞরা । গোয়েন্দাদের অনুমান, রাতের অন্ধকারে কোনও দুষ্কৃতী ওই জায়গায় সকেট বোমাগুলি মাটি চাপা দিয়ে রেখে গিয়েছিল । নির্মাণের কাজ চলাকালীন এ দিন শ্রমিকরা মাটি খুঁড়তেই সেখানে চাপ পড়ে সকেট বোমাগুলি ফেটে যায় ।