কলকাতা, 18 ফেব্রুয়ারি : কলকাতায় নিয়ে আসা হল তাপস পালের কফিনবন্দি দেহ । রাত প্রায় 9টা নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌছাল তাঁর দেহ ।
কলকাতায় পৌঁছাল তাপস পালের কফিনবন্দী দেহ - Tapas Pal Passed away
কলকাতা বিমানবন্দরে রাত 9 টা নাগাদ নিয়ে আসা হল তাপস পালের দেহ । রাতে তাঁর দেহ নিয়ে যাওয়া হবে গল্ফগ্রিনের বাড়িতে । আগামীকাল দেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে ।
মুম্বই থেকে বিশেষ বিমানে কলকাতায় নিয়ে আসা হয় কফিনবন্দি দেহ । বিমানে ছিলেন তাঁর স্ত্রী নন্দিনী পালও । প্রিয় অভিনেতাকে শেষবার দেখতে কলকাতা বিমানবন্দরের বাইরে ভিড় জমেছিল অনুরাগীদের । তাপস পালকে শ্রদ্ধা জানাতে বিমানবন্দরে এসেছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাসও ।
বিমানবন্দর থেকে আজ গল্ফগ্রিনের নিজস্ব বাসভবনে নিয়ে যাওয়া হবে অভিনেতার দেহ । সেখান থেকেই আগামীকাল 11টা নাগাদ রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হবে । আগামীকালই কেওড়াতলা শ্মশানে সম্পন্ন হবে তাঁর শেষকৃত্য । তবে কিংবদন্তি এই অভিনেতার দেহ স্টুডিয়ো পাড়ায় নিয়ে যাওয়া হবে কি না সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি ।