কলকাতা, 23 মে: কিশোর ভারতী স্টেডিয়ামের ভেতর থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ (Body found at Kishore Bharati stadium)। জানা গিয়েছে, স্টেডিয়ামের সিকিউরিটি ইনচার্জের দেহ উদ্ধার হয়েছে (Body of Security in charge found)। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । মৃতের নাম প্রসেনজিৎ হালদার । তাঁর বাড়ি দক্ষিণ 24 পরগনার ক্যানিং-এ ।
ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে সার্ভে পার্ক থানার পুলিশ । স্টেডিয়াম সূত্রে খবর, গতকাল রাতে স্টেডিয়ামের সিকিউরিটি ইনচার্জ প্রসেনজিৎ হালদারের সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না । এরপরই স্টেডিয়ামের একটি ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় প্রসেনজিতের দেহ উদ্ধার হয় । খবর দেওয়া হয় সার্ভে পার্ক থানায় ।
আরও পড়ুন:Boat Capsizes in Rabindra Sarobar: রবীন্দ্র সরোবরে রোয়িং করার সময় হঠাৎ কালবৈশাখী, বোট উলটে মৃত দুই কিশোর
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহে আঘাতের কোনও চিহ্ন নেই । পাশাপাশি ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি । ইতিমধ্যেই মৃতের মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ । মৃত্যুর আগে কে বা কারা তাঁর সঙ্গে যোগাযোগ রাখছিল তা খতিয়ে দেখা হচ্ছে ।
ইতিমধ্যেই তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে যে, বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন প্রসেনজিৎ । মাঝেমধ্যে ফোন করে কারও সঙ্গে উঁচু গলায় কথা বলতেন তিনি । পুলিশের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা । তবে দেহটি ময়নাতদন্তের জন্য ইতিমধ্যেই পাঠানো হয়েছে । ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ।