কলকাতা, 5 মে: বেনিয়াপুকুর থানার পার্ক সার্কাস ময়দান এলাকা থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ (Body of app-cab driver recovered)। তাঁর মাথায়, বুকে, পিঠে এবং মুখে গভীর আঘাতের চিহ্ন মিলেছে (Body recovered from Park Circus)। ঘটনাস্থলে যায় কলকাতা পুলিশের কমিশনার বিভাগের গোয়েন্দারা ৷ গিয়েছেন বেনিয়াপুকুর থানার পুলিশ কর্মীরাও ।
মৃতের নাম শাহনওয়াজ ফারিদ । তাঁর বয়স 28 বছর । থাকতেন কড়েয়া থানা এলাকায় ৷ জানা গিয়েছে, তিনি অ্যাপ ক্যাব চালাতেন ৷ ঘটনাস্থল থেকে তাঁর একটি ফোন উদ্ধার হয়েছে । সেই ফোন নম্বর ঘেঁটে পুলিশ এখনও পর্যন্ত দুজন যুবককে সন্দেহের বশে আটক করে জিজ্ঞাসাবাদ করছে (Kolkata murder news)।
এলাকার লোকজনের সঙ্গে কথা বলে লালবাজারের গোয়েন্দারা জানতে পেরেছেন, বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়েছিলেন ওই যুবক । তাঁর বন্ধুরা তাঁকে পার্ক সার্কাস ময়দান সংলগ্ন এলাকায় দেখা করতে বলেন । তারপর থেকেই আর সেই যুবকের খোঁজ পাওয়া যাচ্ছিল না । স্থানীয় থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় । এরপর তল্লাশি শুরু হয় ৷