পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Body recovered from Park Circus: পার্ক সার্কাস ময়দান থেকে উদ্ধার অ্যাপ-ক্যাব চালকের দেহ, আটক 2 - অ্যাপ ক্যাবচালকের দেহ উদ্ধার

পার্ক সার্কাস ময়দান থেকে উদ্ধার হল এক অ্যাপ ক্যাব চালকের দেহ (Body of app-cab driver recovered)৷ পুলিশের প্রাথমিক সন্দেহ, শত্রুতার কারণে তাঁকে কুপিয়ে খুন করা হয়েছে (Body recovered from Park Circus)৷

Body of app-cab driver recovered from Park Circus Maidan, police suspects murder
পাক সার্কাস ময়দান থেকে উদ্ধার অ্যাপ-ক্যাব চালকের দেহ, আটক 2

By

Published : May 5, 2022, 11:02 AM IST

কলকাতা, 5 মে: বেনিয়াপুকুর থানার পার্ক সার্কাস ময়দান এলাকা থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ (Body of app-cab driver recovered)। তাঁর মাথায়, বুকে, পিঠে এবং মুখে গভীর আঘাতের চিহ্ন মিলেছে (Body recovered from Park Circus)। ঘটনাস্থলে যায় কলকাতা পুলিশের কমিশনার বিভাগের গোয়েন্দারা ৷ গিয়েছেন বেনিয়াপুকুর থানার পুলিশ কর্মীরাও ।

মৃতের নাম শাহনওয়াজ ফারিদ । তাঁর বয়স 28 বছর । থাকতেন কড়েয়া থানা এলাকায় ৷ জানা গিয়েছে, তিনি অ্যাপ ক্যাব চালাতেন ৷ ঘটনাস্থল থেকে তাঁর একটি ফোন উদ্ধার হয়েছে । সেই ফোন নম্বর ঘেঁটে পুলিশ এখনও পর্যন্ত দুজন যুবককে সন্দেহের বশে আটক করে জিজ্ঞাসাবাদ করছে (Kolkata murder news)।

এলাকার লোকজনের সঙ্গে কথা বলে লালবাজারের গোয়েন্দারা জানতে পেরেছেন, বুধবার বিকেলে বাড়ি থেকে বের হয়েছিলেন ওই যুবক । তাঁর বন্ধুরা তাঁকে পার্ক সার্কাস ময়দান সংলগ্ন এলাকায় দেখা করতে বলেন । তারপর থেকেই আর সেই যুবকের খোঁজ পাওয়া যাচ্ছিল না । স্থানীয় থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয় । এরপর তল্লাশি শুরু হয় ৷

আরও পড়ুন:Husband Murders Wife: পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে স্বামীর আত্মসমপর্ণ

আজ ভোরে প্রাতঃভ্রমণকারীরা দেখতে পান, রাস্তার ধারে একটি দেহ পড়ে রয়েছে । তাঁরা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেই যুবককে উদ্ধার করে তাঁকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

প্রাথমিক ভাবে গোয়েন্দারা মনে করছেন, শত্রুতার জেরে শাহনওয়াজকে কুপিয়ে খুন করা হয়েছে । কারণ তাঁর বুকে, পিঠে এবং মুখে ধারাল অস্ত্রের চিহ্ন দেখা গিয়েছে । ইতিমধ্যেই পার্ক সার্কাস সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে, এই ঘটনায় তদন্ত শুরু করেছেন পুলিশ এবং লালবাজারের হোমিসাইড বিভাগের গোয়েন্দারা ।

ABOUT THE AUTHOR

...view details