কলকাতা, 6 জুন: ফের তিলোত্তমায় খুনের ঘটনা ৷ জোড়া খুন ৷ ঘটনাস্থল ভবানীপুরের হরিশ মুখার্জি রোডের একটি ফ্ল্যাট (Bhawanipur Double Murder) । সোমবার রাতে সেখান থেকে উদ্ধার হয় এক দম্পতির রক্তাক্ত দেহ । পুলিশ সূত্রে খবর, মৃতরা হলেন অশোক শাহ এবং তাঁর স্ত্রী রেশমি শাহ ৷ দু'জনের দেহেই গুলির ক্ষত এবং ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে । পুলিশের প্রাথমিক অনুমান খুন করা হয়েছে তাঁদের ৷
খবর পেয়েই এই ঘটনাস্থলে ছুটে যায় ভবানীপুর থানার পুলিশ । যায় কলকাতা পুলিশের হোমিসাইড স্কোয়াডের তদন্তকারী দল ৷ যান ডিসি আকাশ মাঘারিয়া । নিয়ে আসা হয় স্নিফার ডগকেও । পুলিশ কুকুর ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে গন্ধ অনুসরণ করে প্রায় 600মিটার দূরে হরিশ মুখার্জী পার্কের দিকে যায় । অনুমান করা হচ্ছে আতোতায়ীরা খুনের পর ওই রাস্তা ধরেই পালিয়ে গিয়েছে ।