কলকাতা, 27 জানুয়ারি : পণ্ডিতিয়া রোডের একটি নির্মীয়মান আবাসনে থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।
বুধবার সকালে রবীন্দ্র সরোবর থানা এলাকার 29 এ পণ্ডিতিয়া রোডের একটি নির্মীয়মান আবাসনে থেকে উদ্ধার হয় এক যুবকের দেহ । এক স্থানীয় বাসিন্দা দেহটি দেখতে পান । এরপর খবর দেওয়া হয় রবীন্দ্র সরোবর থানায় । পুলিশ ঘটনাস্থানে এসে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয় । মৃতের নাম লক্ষণ হাতি (33) । পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাঁটু মুড়ে বসা, জিভ বেরিয়ে থাকা অবস্থায় যুবকের দেহ উদ্ধার হয় ৷ পুলিশের সন্দেহ, গলা টিপে খুন করা হয়েছে লক্ষণ হাতিকে । দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷