কলকাতা, 23 অগাস্ট : বাড়ি থেকে উদ্ধার হল এক মহিলার দেহ । একই ঘর থেকে উদ্ধার হয়েছে এক বৃদ্ধও । তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন । 8/1 নিউ ট্যাংরা রোডের ঘটনা । পুলিশ সূত্রে খবর, তাঁরা সম্পর্কে শ্বশুর-বউমা । তাঁদের নাম লি হান মেইহা ও লি কা সং ।
ট্যাংরায় ঘর থেকে উদ্ধার মহিলার দেহ, রক্তাক্ত অবস্থায় উদ্ধার শ্বশুরও - ট্যাংরায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার শ্বশুর-বৌমা
আজ রাত 9টা 15-য় ট্যাংরায় একটি ঘর থেকে উদ্ধার হল এক মহিলার দেহ ৷ পাশেই রক্তাক্ত অবস্থায় পড়েছিল এক বৃদ্ধ৷ সম্পর্কে তিনি ওই মহিলার শ্বশুর বলে জানা গেছে ৷
ছবিটি প্রতীকী
আজ রাত 9টা 15-য় রক্তাক্ত অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখা যায় দু'জনকে । লি কা সং-র বয়স প্রায় 80 বছর । আর মেইহার বয়স 60 বছর । ট্যাংরা থানার পুলিশ রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে NRS হাসপাতালে নিয়ে যায় । সেখানেই মেইহাকে মৃত বলে ঘোষণা করা হয় । তাঁর শ্বশুরকে প্রথমে হাসপাতালে ভরতি করা হয় । পরে তিনিও মারা যান ।
প্রাথমিকভাবে জানা গেছে, ওই বাড়িটি ভিতর থেকে বন্ধ ছিল । ঘরের ভিতর থেকে কিছু খোয়া গেছে বলে প্রাথমিকভাবে মনে হয়নি তদন্তকারীদের ।
Last Updated : Aug 24, 2019, 8:37 AM IST