কলকাতা, 8 মার্চ :প্রশ্ন ফাঁসের অভিযোগ খারিজ করে দিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় । সাংবাদিক সম্মেলন করে তিনি এই কথা জানিয়েছেন। (Secondary Examination English Language Question Paper Leak News)
প্রশ্ন ফাঁসের বিষয় নিয়ে কল্যাণময় গঙ্গোপাধ্যায় বলেন, "দুঃখের সঙ্গে জানাচ্ছি আজ সকাল 7টা নাগাদ আমার কাছে একটি ফোন আসে। ফোন করেন দেবাশিস দাস। তিনি আমাকে জানান, কোন এক ইউটিউব চ্যানেল আজকের প্রশ্নপত্রের ছবি তুলে দিয়েছে। এরপর সেই ফাঁস হয়ে যাওয়া প্রশ্নপত্রের একটি কপি আমার হাতে এলে আমি আসল প্রশ্নপত্রের সঙ্গে মিলিয়ে দেখি। আজকের প্রশ্নের সঙ্গে ইউটিউব চ্যানেলের প্রশ্নপত্রের কোনও মিল নেই। আজকের প্রশ্নের প্রশ্নপত্র ফাঁস হওয়ার খবরটি ভুয়ো ৷ কোনও প্রশ্নপত্র ফাঁস হয়নি। এই ধরনের বিভ্রান্তি ছড়ানো একেবারেই উচিত নয়। প্রশ্ন ফাঁস যাতে না-হয় তার জন্য পর্ষদ কঠোর ব্যবস্থা নিয়েছে ৷