পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Blood Donation Camp চাকরির দাবিতে অভিনব প্রতিবাদ, রক্তদানে লড়াইয়ের অঙ্গীকার - নিয়োগের দাবিতে বিক্ষোভ

সাত বছর অপেক্ষা করেও মেলেনি চাকরি ৷ 'দীর্ঘ বঞ্চনা'র বিরুদ্ধে অভিনব প্রতিবাদ আপার প্রাইমারির চাকরিপ্রার্থীদের (Upper Primary Job Seekers) ৷ কলকাতার মৌলালির স্টুডেন্টস হেলথ হোমে (Students Health Home) রক্তদান শিবিরের (Blood Donation Camp) আয়োজন করলেন তাঁরা ৷

Blood Donation Camp in kolkata by Upper Primary Job Seekers
Blood Donation Camp চাকরির দাবিতে অভিনব প্রতিবাদ, রক্তদানে লড়াইয়ের অঙ্গীকার

By

Published : Aug 16, 2022, 6:10 PM IST

কলকাতা, 16 অগস্ট: অবস্থান বিক্ষোভ, স্মারকলিপি পেশ, ধরনা, অনশন সবকিছুই হয়েছে ৷ কিন্তু, সাতবছর কাটলেও চাকরি হয়নি ৷ তারপরও নিজেদের 'হক' আদায়ের দাবিতে অনড় আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা (Upper Primary Job Seekers) ৷ এই 'দীর্ঘ বঞ্চনা'র বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মঙ্গলবার এক অভিনব আয়োজন করলেন তাঁরা ৷ কলকাতায় তাঁদের উদ্যোগেই হয়ে গেল রক্তদান শিবির (Blood Donation Camp) ৷

এ দিন কলকাতার মৌলালির স্টুডেন্টস হেলথ হোমে (Students Health Home) এই কর্মসূচির আয়োজন করা হয় ৷ কলকাতা-সহ বিভিন্ন জেলা থেকে আসা আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা এখানে রক্তদান করেন ৷ হাজির ছিলেন আপার প্রাইমারির চাকরিপ্রার্থীদের সংগঠনের নেতা ও সদস্যরা ৷ উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও (Biman Bose) ৷

আয়োজকদের অভিযোগ, তাঁরা প্রাথমিকভাবে মৌলালি লাগোয়া একটি জায়গায় রক্তদান শিবিরের আয়োজন করতে চেয়েছিলেন ৷ কিন্তু, কলকাতা পুলিশ অনুমতি না দেওয়ায় স্টুডেন্টস হেলথ হোমের দ্বারস্থ হন ৷ সেখানেই এ দিন সকাল 11টা থেকে রক্তদান শুরু হয় ৷ তার আগে স্টুডেন্টস হেলথ হোমের নীচে শহিদবেদী তৈরি করে প্রয়াত চাকরিপ্রার্থীদের স্মৃতির উদ্দেশে মাল্যদান করা হয় ৷

আরও পড়ুন:MD Salim on SSC Scam: 'ধাপ্পাবাজি আর চলবে না, দ্রুত যোগ্য প্রার্থীদের নিয়োগ করতে হবে', দাবি সেলিমের

এ দিনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিমান বসু ৷ একইসঙ্গে, রক্তদান নিয়ে রাজনীতির করারও অভিযোগ তুলেছেন তিনি ৷ বিমানের কথায়, "রক্তদানের জন্য যে কাউকেই অনুমতি দেওয়া উচিত ৷ এটা নিয়ে রাজনীতি করার কোনও মানে হয় না ৷ কারণ, রক্তের অভাবে বহু মুমূর্ষু রোগীর মৃত্যু হয় ৷ আর যদি সংগৃহীত রক্তের পরিমাণ বেশি হয়ে যায়, তাহলে তা সংরক্ষণের জন্যও তো ব্যবস্থা আছে ৷ তারপরও কেন এমন আচরণ জানি না ৷"

অন্যদিকে, এ দিনের কর্মসূচি প্রসঙ্গে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের রাজ্য সভাপতি আনিসুর রহমান বলেন, "মুমূর্ষু রোগীদের জন্য যেমন রক্তদান করছি, ঠিক তেমনই হক আদায়ের দাবিতেও রক্ত ঝরাতে আমরা প্রস্তুত ৷ যোগ্যতা থাকা সত্ত্বেও সাত বছর ধরে আমরা বঞ্চনার শিকার ৷ কিন্তু হক আদায়ের লড়াই থেকে আমরা পিছু হঠব না ৷ ইতিমধ্যেই আমরা আমাদের সাত-আটজন বন্ধুকে হারিয়েছি ৷ দাবি পূরণ না হলে আমরা নবান্ন অভিযান করব ৷"

প্রতিবাদের অভিনব ভাষা !

আর এক চাকরিপ্রার্থী তাতাশি রায় বলেন, "2015 সালের 16 অগস্ট আমরা আনন্দের সঙ্গে পরীক্ষা দিয়েছিলাম ৷ কিন্তু আজ আর সেই আনন্দ নেই ৷ সাত বছর পেরিয়ে গিয়েছে ৷ আমাদের কারও নিয়োগ হয়নি ৷ জানি না, আর কতদিন ধরে এ ভাবে আমরা বঞ্চিত হতে থাকব ৷"

ABOUT THE AUTHOR

...view details