পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Dec 30, 2021, 2:34 PM IST

Updated : Dec 30, 2021, 3:02 PM IST

ETV Bharat / city

blast at saltlake nayapatti : নয়াপট্টিতে বিস্ফোরণ, আহত দুই বালক

বৃহস্পতিবার সকালে সল্টলেকের নয়াপট্টিতে বিস্ফোরণ হয় (blast at saltlake nayapatti) ৷ বিস্ফোরণে আহত দুই বালক (two children injured in blast) ৷ তাদের চিকিৎসা চলছে বিধাননগর মহকুমা হাসপাতালে ৷

blast-at-saltlake-nayapatti
blast at saltlake nayapatti : নয়াপট্টিতে বিস্ফোরণ, আহত দুই বালক

বিধাননগর, 30 ডিসেম্বর : সাতসকালে সল্টলেকে বিস্ফোরণ ৷ বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে সল্টলেকের নয়াপট্টিতে (blast at saltlake nayapatti) ৷ আহত বুবাই দাস ও লোকেশ সরকার নামে দু’টি বালক (two children injured in blast) ৷ তারা বিধাননগর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৷

সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে নয়াপট্টির হেক্টিক ডাম্পিং জোনের কাছে খেলা করছিল ওই দুই বালক । তারা ওই এলাকার বাসিন্দা ৷ তাদের খেলার সরঞ্জাম ওই ডাম্পিং জোনে চলে যায় ৷ তখন সেখানে তারা যায় সেগুলি নিয়ে আসতে ৷ তখনই আচমকা বিস্ফোরণ হয় বলে অভিযোগ ।

এলাকার বাসিন্দারা জানিয়েছেন, তাঁরা বিস্ফোরণের শব্দ শুনতে পান ৷ পাশাপাশি তাঁরা আগুনের ফুলকিও সেখান থেকে বের হতে দেখেন । সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ । এলাকার বাসিন্দাদের সাহায্যে আহত ওই দুই বালককে নিয়ে যাওয়া হয় বিধাননগর মহাকুমা হাসপাতালে ৷ আপাতত তারা সেখানেই চিকিৎসাধীন ৷

blast at saltlake nayapatti : নয়াপট্টিতে বিস্ফোরণ, আহত দুই বালক

পরে ঘটনাস্থলে আসে বম্ব ডিসপোজাল স্কোয়াড ৷ ঘটনাস্থল থেকে তারা বেশ কিছু নমুনা সংগ্রহ করে । সংগ্রহ করা এই নমুনাগুলির মধ্যে রয়েছে ব্যাটারি, তার, বেশ কিছু ইলেকট্রনিক্স ডিভাইস । তবে কীভাবে এই বোমা বিস্ফোরণ হল, তা নিয়ে এই মুহূর্তে কিছুই বলতে পারছেন না গোয়েন্দারা ।

আরও পড়ুন :Message From WB police : নিজের অন্তরঙ্গ ছবি শেয়ার করবেন না, সতর্কবার্তা রাজ্য পুলিশের

রাস্তার সিসিটিভি ফুটেছে ইতিমধ্যেই হাতিয়ার করে কে বা কারা এই বোমার রেখে গেল বা সঠিক কী ধরনের বোমা, তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা । এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে । যদিও এই ঘটনা নিয়ে এখনও পর্যন্ত মুখ খুলতে চাননি বিধাননগর কমিশনারেটের কোনও উচ্চপদস্থ আধিকারিক ।

Last Updated : Dec 30, 2021, 3:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details