কলকাতা, 28 মে : বিজেপির সাংগঠনিক বৈঠক সেরে বেরিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (TMC MP Abhishek Banerjee) নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal Opposition Leader Suvendu Adhikari) ৷ ডায়মন্ড হারবারের সাংসদকে তিনি ‘কয়লা ভাইপো’ বলেও কটাক্ষ করলেন ৷ পাশাপাশি জানালেন, 2011 সালের পরে রাজনীতিতে আসা অভিষেকের কোনও অভিযোগেরই জবাব দিতে চান না ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, শনিবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) শ্রমিক সমাবেশে হাজির হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই সমাবেশ থেকে অভিষেক নাম না করে আক্রমণ করেন নন্দীগ্রামের (Nandigram) বিধায়ক শুভেন্দুকে ৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, শুভেন্দুর রাজনীতিতে হাতেখড়ি যেহেতু পূর্ব মেদিনীপুর থেকে, সেখান থেকেই রাজনীতিতে উত্থান, তাই শিশির অধিকারীর (Sisir Adhikari) মেজ ছেলেকে নিশানা করেন অভিষেক ৷
শনিবার সন্ধ্যায় সাংবাদিকরা শুভেন্দুর কাছ থেকে অভিষেকের সেই আক্রমণেরই পালটা জবাব কী হবে, তা জানতে চেয়েছিলেন ৷ কিন্তু বিরোধী দলনেতা শুরুতেই পালটা প্রশ্ন ছুঁড়ে দেন, ‘‘কে অভিষেক ? কয়লা ভাইপো ?’’ তার পর বলেন, ‘‘ওর কোনও কথার উত্তর দেব না ।’’
প্রথমে কংগ্রেস ও তার পর তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে রাজনীতির ইংনিস খেলেছেন শুভেন্দু ৷ 2020 সালের শেষে তিনি তৃণমূল ছাড়েন ও বিজেপিতে (BJP) যোগ দেন ৷ নিজের লম্বা রাজনৈতিক ইনিংসের কথা মনে করিয়ে দিয়েই কার্যত অভিষেককে কটাক্ষ করেন শুভেন্দু ৷ অভিষেক যে 2011 সালের পর রাজনীতিতে এসেছে, সেই প্রসঙ্গও তোলেন ৷