কলকাতা, 30 মে : ফের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Bengal Opposition Leader Suvendu Adhikari) নিশানায় রাজ্য সরকার ৷ এবার স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে (Bengal Finance Minister Chandrima Bhattacharjee) কটাক্ষ করলেন তিনি ৷ দু’টি টুইট করে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Bengal CM Mamata Banerjee) মন্ত্রী পরিষদের এই সদস্যকে সরাসরি অর্ধ শিক্ষিত বলে কটাক্ষ করলেন ৷
প্রসঙ্গত, সোমবার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একটি সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানে কিছু সংখ্যাতত্ত্বের উল্লেখ ছিল ৷ আর তা নিয়েই কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী (BJPs Suvendu Adhikari Criticises Mamata Minister Chandrima Bhattacharjee) ৷
টুইটারে তিনি লিখেছেন, ‘‘রাজ্যের অর্থমন্ত্রী বলছেন কি না ‘সাত দশমিক ঊন-আশি শতাংশ’ !’’ এর পরই বিরোধী দলনেতার সংযোজন, ‘‘ছোটবেলায় শিখেছি, দশমিকের পরবর্তী (ডান দিকের) সংখ্যাকে আলাদা করে বলা হয়ে থাকে । তাই সাত দশমিক সাত নয় শতাংশ বলতে হয় ।’’
পরবর্তী টুইটে তিনি আবার লিখেছেন, ‘‘এই জ্ঞান নিয়ে অর্থ দফতর সামলাচ্ছেন ।’’ মমতার মন্ত্রীদের উদ্দেশ্যে একযোগে শুভেন্দুর কটাক্ষ, ‘‘এই অর্ধ শিক্ষিত মন্ত্রীদের কাছ থেকে বিদ্যাসাগরের বাংলা কি শিখছে ।’’