পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Suvendu Slams Chandrima : চন্দ্রিমার ভুল ধরিয়ে মমতার মন্ত্রীদের অর্ধ শিক্ষিত বললেন শুভেন্দু - বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Bengal Opposition Leader Suvendu Adhikari) রোজই পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন ৷ সোমবারই টুইটারে তিনি নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারকে (Mamata Banerjee Government) ৷

Suvendu Slams Chandrima : চন্দ্রিমার ভুল ধরিয়ে মমতার মন্ত্রীদের অর্ধ শিক্ষিত বললেন শুভেন্দু
BJPs Suvendu Adhikari Criticises Mamata Minister Chandrima Bhattacharjee

By

Published : May 30, 2022, 9:16 PM IST

কলকাতা, 30 মে : ফের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Bengal Opposition Leader Suvendu Adhikari) নিশানায় রাজ্য সরকার ৷ এবার স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে (Bengal Finance Minister Chandrima Bhattacharjee) কটাক্ষ করলেন তিনি ৷ দু’টি টুইট করে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Bengal CM Mamata Banerjee) মন্ত্রী পরিষদের এই সদস্যকে সরাসরি অর্ধ শিক্ষিত বলে কটাক্ষ করলেন ৷

প্রসঙ্গত, সোমবার অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একটি সাংবাদিক বৈঠক করেন ৷ সেখানে কিছু সংখ্যাতত্ত্বের উল্লেখ ছিল ৷ আর তা নিয়েই কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী (BJPs Suvendu Adhikari Criticises Mamata Minister Chandrima Bhattacharjee) ৷

শুভেন্দু অধিকারীর টুইট

টুইটারে তিনি লিখেছেন, ‘‘রাজ্যের অর্থমন্ত্রী বলছেন কি না ‘সাত দশমিক ঊন-আশি শতাংশ’ !’’ এর পরই বিরোধী দলনেতার সংযোজন, ‘‘ছোটবেলায় শিখেছি, দশমিকের পরবর্তী (ডান দিকের) সংখ্যাকে আলাদা করে বলা হয়ে থাকে । তাই সাত দশমিক সাত নয় শতাংশ বলতে হয় ।’’

পরবর্তী টুইটে তিনি আবার লিখেছেন, ‘‘এই জ্ঞান নিয়ে অর্থ দফতর সামলাচ্ছেন ।’’ মমতার মন্ত্রীদের উদ্দেশ্যে একযোগে শুভেন্দুর কটাক্ষ, ‘‘এই অর্ধ শিক্ষিত মন্ত্রীদের কাছ থেকে বিদ্যাসাগরের বাংলা কি শিখছে ।’’

একই সঙ্গে সমালোচনায় বিঁধেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ৷ তবে কোথাও নাম করেননি৷ কিন্তু এমন কিছু শব্দ বা ঘটনার কথা বলেছেন, যা থেকেই স্পষ্ট যে তাঁর নিশানা সরাসরি মুখ্যমন্ত্রীর দিকে ৷

শুভেন্দু অধিকারীর টুইট

প্রথম টুইটে চন্দ্রিমার ভুল ধরিয়ে দেওয়ার আগে শুভেন্দু লিখেছেন, ‘‘ইনিও (চন্দ্রিমা) মনে হয় ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির স্বনামধন্য পিএইচডি ডিগ্রি প্রাপকের অনুপ্রেরণায় অনুপ্রেরিত !’’

আবার দ্বিতীয় টুইটের শেষ অংশে লিখেছেন, ‘‘অবশ্য এনার (চন্দ্রিমা) নেত্রী আবার ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট তৈরি করে ফেলেন । তাই তো বাংলায় কাটছে দিন বাড়ছে ঋণ ।’’

আরও পড়ুন :Suvendu Slams Abhishek : বিজেপির শুভেন্দু-সৌমিত্রর নিশানায় তৃণমূলের অভিষেক

ABOUT THE AUTHOR

...view details